ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী আফরোজা, ফিরতে চান স্বাভাবিক জীবনে
ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আফরোজা হোসেন বছর দেড়েক ধরে অসুস্থ। মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত এই অভিনেত্রী; গেল বছরেই ধরা পড়ে জরায়ুমুখ ক্যানসার। ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে।
শুরু থেকে দেশে চিকিৎসা নিচ্ছেন অভিনেত্রী। তবে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ৩ ডিসেম্বর মুম্বাই নেয়া হয়েছে। সহ-অভিনেত্রী মনিরা মিঠু এই তথ্য জানিয়েছেন।
আফরোজা হোসেনের ক্যানসার চিকিৎসায় বিপুল অর্থ খরচ হচ্ছে জানিয়ে মনিরা মিঠু বলেন, মুম্বাই যাওয়ার আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। তার আক্ষেপ আছে। অনেক পরিচিত সহকর্মীরা তাকে দেখতে যায়নি, এমনকি খোঁজখবর নেয়নি। তবে মোশাররক করিমসহ কেউ কেউ পাশে থেকেছেন। প্রধানমন্ত্রী দপ্তরে চিকিৎসা বাবদ অনুদানের জন্য আর্জি জানিয়েছেন। সেটা যদি পাওয়া যায় তাহলে তার চিকিৎসা চালিয়ে যেতে বিরাট উপকার হবে।
মনিরা মিঠু আরও বলেন, আসলে ক্যানসার এমন একটি রোগ যেটির চিকিৎসা করতে লাখ লাখ টাকা লাগে। অনেক সামর্থবানরা এই চিকিৎসা করতে গিয়ে অর্জিত অর্থ হারান। এবার মুম্বাই চিকিৎসা করতে যে অর্থের দরকার হয়েছে তার এই পরিমাণ অর্থ ছিল না। আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি পাশে থাকার।
অভিনেত্রী আফরোজা হোসেনের পাশে দাঁড়িয়েছে অভিনয় শিল্পী সংঘ। সংগঠনটির আইন সম্পাদক উর্মিলা বলেন, শিল্পী সংঘের পক্ষ থেকে যতটা পাশে থাকা সম্ভব আমরা চেষ্টা করেছি। জেনেছি উনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন কিন্তু কোনো সহযোগিতা এখনো পর্যন্ত পেয়েছেন কিনা তথ্য নেই। তবে শিল্পী সংঘের পক্ষ থেকে আমরা যদি কোনো শিল্পীকে আর্থিক সহযোগিতা করি সেটি জানাই না। কারণ এটা শিল্পীর জন্য কষ্টের।
মাস দুয়েক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়েছিলেন আফরোজা হোসেন। বলেছিলেন, নিজের ক্যানসার দূর করতে যে ব্যয় হচ্ছে তা পেরে ওঠা আমার জন্য খুব কঠিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আর্থিক সহযোগিতা পরম বিনীতভাবে কামনা করছি। আমার বিশ্বাস তিনি আমার এ দুঃসংবাদটি শুনলে আমাকে নিরাশ করবেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তার কাছে আন্তরিকভাবে সর্বাত্মক সহযোগিতা চাইছি।