বিয়ের জন্য মনের মতো একজন জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

Looks like you've blocked notifications!
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

কান থেকে ফিরেই বলিউডে আজমেরী হক বাঁধন। হিন্দি ভাষায় নির্মিত ‘খুফিয়া’ চলচ্চিত্রেও সমালোচকদের প্রশংসা পেয়েছেন এই সুন্দরী। সম্প্রতি ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার শুট করছেন? 

ক্যারিয়ার তো ঠিক ঠাক চলছে। বিয়ে নিয়ে কী ভাবছেন বাঁধন? ফের বিয়ে করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে একটি গণমাধ্যমকে বাঁধন বলেন, আমি আর বিয়ে নিয়ে কিছুই ভাবি না। মাঝে মাঝে মনে হয় একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি।

তিনি বলেন, বিয়ের বিষয়টি এখন মা-বাবার ওপর ছেড়ে দিয়েছি। যদি মনের মতো একজন জীনসঙ্গী খুঁজে পাই, তাহলে হয়ত সিদ্ধান্ত নিতে পারি। ভবিষ্যৎ নিয়ে এখনও কিছুই নিশ্চিত না। তবে আমি মনের মতো একজন মানুষ খুঁজছি।

এর আগে বিয়ে প্রসঙ্গে বাঁধন বলেছিলেন, আমাকে নিতে পারা দেশের পুরুষদের জন্য কঠিন। 

বলে রাখা ভালো, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয় বাঁধনের। দাম্পত্য কলহের জেরে মাত্র চার বছর পরই সেই সংসার ভেঙে যায়। এরপর গত ৯ বছর ধরে একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে মা-বাবার সঙ্গে সিঙ্গেল মাদার হিসেবে থাকছেন তিনি।