মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা টম উইলকিনসন

Looks like you've blocked notifications!
টম উইলকিনসন। ছবি : এক্স থেকে নেওয়া

হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নন্দিত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  তেমন কোনও অসুস্থতা নয় অভিনেতার। 

‘দ্য ফুল মন্টি’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল’র মতো দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন উইলকিনসন। বাফটা, গোল্ডেন গ্লোবসের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন, দুইবার মনোনয়ন পেয়েছিলেন অস্কারেও।

সিনেমা ও টেলিভিশন মিলিয়ে ১৩০টির বেশি প্রজেক্টে কাজ করেছেন টম উইলকিনসন। ব্রিটিশ ফিল্ম এনসাইক্লোপিডিয়ার মতে, ‘টম একজন প্রধানতম তারকা, যিনি সিনেমার জন্য স্মরণীয় এক উপহার।’

উইলকিনসনের পুরো নাম থমাস জেফরি উইলকিনসন। ১৯৪৮ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লিডসে তার জন্ম। ১৯৭৬ সালে ‘স্মুগা সিনিয়া’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। উইলকিনসন অভিনীত উল্লেখযোগ্য আরও কয়েকটি সিনেমা হলো ‘ইন দ্য বেডরুম’, ‘মাইকেল ক্লাইথন’, ‘সেন্স অ্যান্ড সেনসিবিলিটি’, ‘দ্য প্যাট্রিয়ট’, ‘গার্ল উইথ আ পার্ল ইয়াররিং’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্যান বিগিনস’, ‘দ্য ঘোস্ট রাইটার’ ইত্যাদি।