বদলে গেল সৌরভের বায়োপিকের পরিচালক

Looks like you've blocked notifications!
ছবি: সৌরভ গাঙ্গুলীর ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তী সৌরভ গাঙ্গুলী। বর্ণময় ক্রিকেট ক্যারিয়ার শেষে তাঁর দেখা মেলে টিভি পর্দায়। সৌরভের ক্রিকেট ক্যারিয়ার এবং ব্যক্তিজীবন নিয়ে এবার তৈরি হতে যাচ্ছে বায়োপিক ‘প্রিন্স অফ ক্যালকাটা’। প্রথমে বায়োপিকের পরিচালক হিসেবে রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত’র নাম শোনা গেলেও এবার বদলে গেছে পরিচালকের নাম। কিন্তু বায়োপিক কে পরিচালনা করছেন?

ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় থেকে জানা যায়, সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের দায়িত্ব পাচ্ছেন বিক্রমাদিত্য মোতওয়ানে নামের বলিউডের এক পরিচালক। বিক্রমাদিত্য এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশি সুপারহিরো’র মতো একাধিক সিনেমায় পরিচালক হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

গতবছর জুবিলি ওয়েব সিরিজ দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বিক্রমাদিত্য। সেই পরিচালক যদি ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকের দায়িত্ব নেন, তাহলে যে দারুণ একটা প্রজেক্ট আসতে চলেছে, তা বলাই বাহুল্য।

বাঙালির কাছে সৌরভ গাঙ্গুলী শুধু কোনো ক্রিকেট তারকাই নন, সৌরভ একটা আবেগের নামও। ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সৌরভ শুধু ২২ গজে নয়, মাঠের বাইরেও হিট তার উপস্থাপনা করা ‘দাদাগিরি’। সৌরভের এই বর্ণময় জীবনই এবার আসতে চলেছে বড়পর্দায়। লাভ রঞ্জন ফিল্মস তৈরি করবে এ ক্রিকেটারের বায়োপিক।

এদিক সৌরভের বায়োপিকে লিড রোল কে করবেন, তা নিয়েও যথেষ্ট জলঘোলা হয়েছে। শুরুতে রণবীর কাপুরের নাম শোনা গেলেও পরে রণবীরকে বোল্ড আউট করে এগিয়ে গিয়েছেন ‘পাঞ্জাব দি পুত্তর’ আয়ুষ্মান খুরানা। সৌরভের মতোই বাঁ হাতি ব্যাটসম্যান আয়ুষ্মান, এটাই তার পক্ষে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।

২০২১ সালের ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নিজের বায়োপিকের ঘোষণা দিয়েছিলেন সৌরভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন, ক্রিকেট আমার জীবনের সবকিছু। এটা আমাকে আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছে। এটা এমন একটা জার্নি, যা সারা জীবন উপভোগ করব। রোমাঞ্চিত বোধ করছি এটা জানাতে যে, লাভ ফিল্মস আমার এই জার্নি নিয়ে বায়োপিক বানাতে চলেছে এবং তা ফুটে উঠবে বড় পর্দায়।

সৌরভের জীবনের নানা অজানা কাহিনী ফ্রেমবন্দি হবে এ বায়োপিকে। সৌরভের ‘দাদা’ হয়ে ওঠবার পেছনের গল্প বলবে এই ছবি। তাঁর জীবনের ওঠাপড়া, ক্রিকেটার থেকে সফল ক্যাপ্টেন হয়ে ওঠা সবই উঠে আসবে পর্দায়।