ঢাকায় অঞ্জনের দুই শো

Looks like you've blocked notifications!

দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে শনিবার। শুরুর দিন থেকেই দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে এই চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী এবার উৎসবে দেখানো হচ্ছে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে বাইরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি; বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি।

এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ সিনেমা, স্পিরিচুয়াল ফিল্মস, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র, উইমেন্স ফিল্ম সেশন বিভাগে প্রতিদিনই একাধিক সিনেমা প্রদর্শিত হবে।

এশিয়ান প্রতিযোগিতা বিভাগে ভারতীয় নির্মাতা অঞ্জন দত্তের চালচিত্র এখন, অতনু ঘোষের ঝরা পাতা, ইরানি নির্মাতা হাসান কিঘোবেদির দ্য জেন্টেলম্যান, তাজিকিস্তানের নির্মাতা মহিদ্দিন মুজাফফরের ফরচুনসহ এশিয়ার ১৫টি সিনেমা প্রদর্শিত হবে। 

এরমধ্যে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উৎসবের অন্যতম ভেন্যু অলিয়ঁস ফ্রসেজে দেখা যাবে ‘চালচিত্র এখন’ এর প্রথম শো। তবে ২৬ জানুয়ারি বিকেল ৫টায় উৎসবের মূল ভেন্যু জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমারর দ্বিতীয় শো দেখতে পারবেন দর্শক।

উৎসব আয়োজকরা জানিয়েছেন, ২৬ জানুয়ারি ‘চালচিত্র এখন’ এর শো’তে দর্শকদের সাথে বসে সিনেমাটি উপভোগ করবেন অঞ্জন নিজেও। উত্তর দিবেন দর্শকের করা প্রশ্নেরও।

১৯৮১-তে মৃণাল সেনের নির্দেশনায় বড় পর্দায় মুক্তি পেয়েছিল‘চালচিত্র’। সিনেমাটিতে অভিনয় করেছিলেন খোদ অঞ্জন দত্ত। রিয়েল লাইফে মৃণাল সেনের সঙ্গে তার সম্পর্কটাকেই দর্শকের সামনে তুলে ধরার এক অননন্য প্রয়াস অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’।