অস্কার সেরা সহ-অভিনেতা মনোনীত ‘বার্বি’র রায়ান গসলিংসহ পাঁচজন

অস্কার পুরস্কার ও ‘বার্বির অভিনেতা রায়ান গসলিং। ছবি : মার্কা
বিশ্ব সিনেমার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। সেই পুরস্কারে চূড়ান্ত মনোনীত হয়েছেন গ্রেটা গারউইগের পরিচালনায় নির্মিত ফ্যান্টাসি-কমেডি ধাঁচের ছবি ‘বার্বি’র অভিনেতা রায়ান গসলিং। সহ-অভিনেতা হিসেবে এই পুরস্কার পেলেন তিনি। একইসঙ্গে আরও চারজনের নাম ঘোষণা করেছে অ্যাকাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে। খবর এএফপির।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা শুরু হয় ৯৬তম অস্কার আসরের। আগামী ১০ মার্চ হস্তান্তর করা হবে এই পুরস্কার।

সেরা সহ-অভিনেতার তালিকায় রায়ান গসলিং ছাড়া আরও আছেন স্টার্লিং কে. ব্রাউন। তিনি ‘আমেরিকান ফিকশন’ সিনেমার সেরা অভিনয় দেখিয়ে জিতে নিয়েছেন এই পুরস্কার। আছেন রবার্ট ডি নিরো (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার) ও মার্ক রাফালো (পুওর থিংস)।