মুক্তির ৮ বছর পর ওটিটিতে ‘আয়নাবাজি’

Looks like you've blocked notifications!
‘আয়নাবাজি’ সিনেমার পোস্টার। ছবি : ফেসবুক থেকে নেওয়া

মুক্তির আট বছর পর ওটিটিতে আসছে জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই এ সিনেমাটি দেখা যাওয়ার কথা বলেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

নির্মাতা অমিতাভ রেজার ভাষ্য, ‘সিনেমাটি ঘিরে এখনও দর্শকের আগ্রহ রয়েছে। আশা করি ওটিটিতেও সিনেমাটি অনেকেই আবারও দেখবেন।’

মুক্তির পরপর আলোড়ন তোলে ‘আয়নাবাজি’। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘আয়নাবাজি’। সিনেমাটিতে শরাফত করিম আয়না চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেন চঞ্চল চৌধুরী।

এতে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার পাশাপাশি ওই বছর ‘আয়নাবাজি’ বিভিন্ন ক্যাটাগরিতে আরও সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

মুক্তির আগে থেকেই দেশে ও বিদেশে আলোচিত চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় যুক্তরাষ্ট্রের সিয়াটলে, ইউরোপিয়ান প্রিমিয়ার হয় ম্যানহাইম-হাইডেলর্বাগে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

বিশ্বের বিভিন্ন নামি-দামি চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়ায় ছবিটি। এছাড়া যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা ন্যারেটিভ ফিল্ম হিসেবে বিবেচিত হয় এটি।

‘আয়নাবাজি’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফুর রহমান জর্জ, বৃন্দাবন দাশ, গাউসুল আলম শাওন, আরিফিন শুভ, জামিল হোসেন প্রমুখ।

সিনেমাটির কাহিনী লিখেছেন গাউসুল আলম শাওন এবং যৌথভাবে চিত্রনাট্য করেন গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস।