নাটকে ইলিয়াস কাঞ্চন

Looks like you've blocked notifications!
নাটকটির দৃশ্য। ছবি : বিটিভি

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে এবার দেখা যাবে টিভি নাটকের।  আজ ৩ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে কাঞ্চন অভিনীত নাটক ‘রূপান্তর’। 

সুজাত শিমুলের রচনায়, শুভ্র আহমেদের নির্দেশনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নুপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার। 

ইলিয়াস কাঞ্চন আগেও যে টিভি নাটকে অভিনয় করেননি তা নয়। তবে শেষ কবে কোন নাটকে অভিনয় করেছেন সেটি অভিনেতা নিজেও মনে করতে পারছেন না। সে হিসেবে দীর্ঘদিন পর কোনও টিভি নাটকে দেখা যাবে এই নেতা-অভিনেতাকে।

নাটকের গল্পে দেখা যাবে, কামরান আহমেদ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলের বউ রেহানা ও নাতনি অরিনকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর তার ভীষণ আক্ষেপ। কারণ, কারোর মধ্যে কোনও শৃঙ্খলা নেই।

এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন। প্রযোজক মাহফুজার রহমান বলেন, ‘আধুনিক ঢাকা শহরের পরিবারগুলোতে বাবার শাসন না থাকলে যে অবস্থা হয়, তারই চিত্র দেখানোর চেষ্টা করেছি এ নাটকে।’