বাবা শতভাগ সুস্থ আছেন, জানালেন মিঠুন চক্রবর্তীর ছেলে
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী—এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে চাউর হওয়ার পর মুখ খুললেন তার বড় ছেলে মিমোহ। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেছেন, তার বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। নিয়মিত পরীক্ষা-নীরিক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে ইন্ডিয়া ডটকম জানায়, ‘তিনি (মিঠুন) শতভাগ সুস্থ আছেন এবং এটি তার রুটিন চেক আপ।’
প্রতিবেদনে ইন্ডিয়া ডট কম জানায়, অভিনেতা মিঠুন চক্রবর্তী গত সপ্তাহ থেকে তার সিনেমা ‘শাস্ত্রী’র শুটিং করছিলেন। শনিবার সকালে সোহম চক্রবর্তীর সঙ্গে মিঠুন শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এ সময় বুক ব্যথার কথা বলে বসে পড়েন তিনি। দেরি না করে সোহম অভিনেতাকে হাসপাতালে নিয়ে যান।
‘শাস্ত্রী’ ছবিটি জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে বানানো হচ্ছে। ছবিটির পরিচালনা করছেন পথিকৃৎ বসু। প্রযোজনার দায়িত্বে সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থা। ছবিতে মিঠুনের সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর দেবশ্রী রায়কে দেখা যাবে।