ঢাবিতে চলছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চলচ্চিত্র সংসদের উদ্যোগে চলছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। গতকাল সোমবার ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে শুধু বাংলাদেশি সিনেমাই প্রদর্শিত হয়।
বাংলা ভাষার জন্য প্রাণ উৎস্বর্গকারী মহান শহীদদের স্মরণে ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের জন্য ২০০২ সাল থেকে এ উৎসব সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে এবার চলছে উৎসবের ২২ তম আসর।
উৎসবের জন্য মনোনীত চলচ্চিত্রগুলো সকাল ১০ টা, দুপুর ১ টা, বিকেল সাড়ে ৩ টা এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় টিএসসি অডিটোরিয়ামে দেখানো হবে।
চলচ্চিত্র উপভোগের টিকিট মূল্য নেওয়া হচ্ছে ৫০ টাকা করে। তবে ঢাবির সব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ১০ টার চলচ্চিত্রগুলো বিনামূল্যে দেখতে পারবে।
চলচ্চিত্র উৎসবে আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রদর্শিত হবে সৈয়দ সালাউদ্দীন জাকির ‘ঘুড্ডি’, দুপুর ১টায় ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’, বিকাল সাড়ে ৩টায় ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘মায়ার জঞ্জাল’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনিত চলচ্চিত্র ‘প্রিয়তমা’।