১৮ মাস পর ফিরছেন শরিফুল রাজ, ঈদেই মুক্তি পাচ্ছে ৩ সিনেমা
‘পরাণ’ সিনেমা দিয়ে চমক দেখানো চিত্রনায়ক শরিফুল রাজ ফিরছেন সিনেমা হলে। সেটা প্রায় প্রায় ১৮ মাস পর। সবশেষ এই নায়কের সিনেমা মুক্তি পেয়েছিল ২০২২ সালের ২৮ অক্টোবর; সেটি ‘দামাল’। এরপর ‘রক্তজবা’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও সেটি ওটিটিতে।
তবে এবারের আসন্ন ঈদুল ফিতরে একসঙ্গে তিন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে শরিফুল রাজের। যেমনটি গেল কয়েকবছরে হয়নি দেশের অন্যকোন নায়কের ক্ষেত্রে।
সেই তালিকায় আছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম সিনেমা ‘ওমর’। যেখানে শরিফুল রাজের সঙ্গে আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান ও এরফান মৃধা শিবলু। সিনেমাটির চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ।
চলতি সপ্তাহে শরিফুল রাজের আরও একটি সিনেমা ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার ঘোষণা এসেছে। সরকারি অনুদানের ‘দেয়ালের দেশ’ সিনেমাটিতে রাজের বিপরীতে আছেন শবনম বুবলী। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। রাজ-বুবলী ছাড়াও দেয়ালের দেশ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ।
সবশেষ গতকালই প্রায় দশকের বেশি সময় ধরে জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম যে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে সিনেমা নির্মাণের চেষ্টা করছিলেন, সেই ‘কাজলরেখা’ সিনেমা মুক্তির তারিখ জানিয়েছে ঈদুল ফিতরে। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছেন গিয়াস উদ্দিন সেলিম। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। অন্যতম প্রধান অপর দুইটি চরিত্রে দেখা যাবে বর্তমান সময়ের প্রতিভাবান অভিনেতা শরিফুল রাজ ও রাফিয়াথ রশিদ মিথিলাকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শাহানা সুমী, রহমত আলী, গাউসুল আলম শাওন এবং আরও অনেকেই।
সিনেমাটির গল্পে দেখা যাবে, ৪০০ বছর আগে নয় বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজলরেখার বয়স যখন নয় হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়।