রুটি বেললেন মমতা বন্দ্যোপাধ্যায়, চ্যাম্পিয়ন হলেন গাঙ্গুলীপত্নী

Looks like you've blocked notifications!
মমতা বন্দ্যোপাধ্যায়, রচনা ব্যানার্জী ও ডোনা গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ এর শুটিং-এ এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জীর সঞ্চালনার এ অনুষ্ঠানে এবার রুটি বেলে দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রুটি বেলতে হয়েছে সঞ্চালক রচনাকে। তবে মজার বিষয় হলো প্রতিযোগিতামূলক এ শো-এ রুটি বেলে চ্যাম্পিয়ন হতে পারেননি তাদের কেউই।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।

আনন্দবাজার জানায়, ‘দিদি নম্বর ওয়ান’-এ যে মুখ্যমন্ত্রী অংশ নেবেন তা আগেই ঠিক ছিল। গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) শোয়ের শুটিং করতে ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে আসেন মমতা। শুটিং ফ্লোরের বাইরে-ভেতরে ছিল কড়া নিরাপত্তা। শুটিং সেটে মুখ্যমন্ত্রী ছিলেন প্রায় আড়াই ঘণ্টা। সেখানেই রুটি বেলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি একা রুটি বেলেননি। রুটি বেলতে হয়েছে রচনা, সৌরভ গাঙ্গুলীপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

তবে শো-এ কোনো প্রতিযোগী হিসেবে রুটি বেলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে তিনি ‘বিশেষ অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন। 

যদিও মমতা অবশ্য আগেই শো-এর সঞ্চালিকা রচনাকে জানিয়ে দিয়েছিলেন, তিনি রুটি-টুটি বেলতে পারবেন না। তবে গাইবেন, নাচবেন, বাজাবেন, কবিতাও বলবেন। তবে মমতা প্রতিযোগিতায় অংশ না-নিলেও রচনা তাঁকে অনুরোধ করেছিলেন রুটি বেলতে। মমতা উল্টে রচনাকেই বলেন, ‘আগে তুমি রুটি বেলে দেখাও!’। মুখ্যমন্ত্রীর অনুরোধ ফেলেননি রচনা। তার পরে মুখ্যমন্ত্রীও রুটি বেলে দেখিয়ে দিয়েছেন।

তবে রুটি বেলা প্রতিযোগিতায় অংশ নেন বাকি তিন প্রতিযোগী ডোনা এবং দুই গায়িকা অরুন্ধতী আর শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সেখানে ডোনার বেলা রুটিই গোলাকৃতিতে শ্রেষ্ঠ হয়েছে।

মূলত রাজ্যের মহিলাদের ‘উজ্জীবিত’ করাই ছিল শো-এর এই পর্বের উদ্দেশ্য। এদিকে শো-এর শুটিং-এ মমতা কী কী করেছেন, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল দানা বেঁধেছে। আনন্দবাজার জানায়, মমতা তাঁর শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত যাত্রাপথের অভিজ্ঞতা শুনিয়েছেন। পাশাপাশি, নিজের জীবনসংগ্রামের কথাও বলেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা জানান, রাজ্যে মহিলাদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প রয়েছে। তা নিয়ে নিজের অভিমত জানান তিনি।