অভিনয় নাকি সংসদ সদস্য, যা বললেন মিমি

Looks like you've blocked notifications!
ছবি: মিমির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

সম্প্রতি ভারতের তৃণমূল সংসদ সদস্যের পদ থেকে ইস্তফা দিতে চেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন টলিউড অভিনেত্রী ও যাদবপুরের সংসদ সদস্য মিমি চক্রবর্তী। এ প্রসঙ্গে দলনেত্রীকে চিঠিও দিয়েছেন  মিমি। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে আসন্ন ভোটে কি তৃণমূলের প্রার্থী হবেন মিমি?

রাজনৈতিক এ আলোচনার মধ্যেও স্বাভাবিক গতিতে নিজের অভিনয় চালিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। বর্তমানে তিনি কলকাতায় ‘আলাপ’ সিনেমার শুটিং করছেন। রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা এবং নিজের অভিনয় জীবন কিভাবে সামলাচ্ছেন- এ সম্পর্কে মিমি ভারতীয় একটি গণমাধ্যমকে বলেন, আমি সে দিনও যা বলেছি, এখনো তা-ই বলছি। এরপর কী হবে, সেটা সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করবে।

মিমি জানান, তিনি সততার সঙ্গেই কথা বলেন। তাই নিজের সাম্প্রতিক ওয়েব সিরিজের শিরোনামের উদাহরণ টেনে বলেন, আমি এখন ‘যাহা বলিব সত্য বলিব’ মুডে রয়েছি। সাময়িক কোনো মুহূর্তের কথা ভেবে আমি কথা বলি না। যা বলি খুব ভেবে-চিন্তেই বলি।

এ অভিনেত্রী জানান, সাধারণ মানুষের কাছে অভিনেত্রী হিসেবেই তার প্রাথমিক পরিচিতি। এখন তার কাজের চাপ অনেক বেশি। তাই অভিনয়কে আরও বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করেন মিমি। মমতার সঙ্গে দেখা করার পর তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, রাজনীতি আমার জন্য নয়। কারণ, রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। আমি জেনেশুনে জীবনে কারও কোনো ক্ষতি করিনি।’

আগামী মাসে নতুন একটি সিনেমার শুটিং শুরু হবে মিমির। গুঞ্জন রয়েছে, সিনেমাটি বাংলাদেশি। সেখানে মিমির বিপরীতে থাকবেন অভিনেতা শাকিব খান। যদিও এ প্রসঙ্গে আপাতত কোনো তথ্য দিতে চাইছেন না মিমি।