সন্তানের নাম কী রাখলেন দীপিকা-রণবীর?
গেল বৃহস্পতিবারই মিলেছিল সুখবর। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং মা-বাবা হতে চলেছেন। সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন। ২৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবর শেয়ার করেছেন জুটি। তারপর থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেপ্টেম্বর মাসে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন এই জুটি।
দীপিকা পাড়ুকোন প্রথম থেকেই সন্তান বেশ পছন্দ করেন। একাধিক সাক্ষাৎকারে তাঁকে এই মর্মে মুখ খুলতে দেখা গিয়েছে। তিনি বলেছিলেন, আমি শিশু ভীষণ পছন্দ করি। এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন, সন্তান জন্ম না দিলে তাঁর কাছে জীবনটাই অসমাপ্ত থেকে যায়। সেই দীপিকাই বিয়ের ছয় বছরের মাথায় পরিবার এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তবে পরিকল্পনা করে নিয়েছিলেন তাঁরা বহু আগেই।
দীপিকা এক ইভেন্টে এই প্রসঙ্গে মুখ খুলে বলেছিলেন, ‘আমি শিশু ভীষণ পছন্দ করি। আমি যদি এই পেশায় না থাকতাম, তবে এমন কোনও পেশার সঙ্গে নিজেকে যুক্ত রাখতাম, যেখানে শিশুরা আমার চারপাশে ঘুরবে। মৃত্যুর আগে আমি একটা বিষয় করতে চাই, আর তা হল অনেক সন্তানের জন্ম দেওয়া। আমার মনে হয়, সন্তান ছাড়া একটি মানুষ পরিপূর্ণ হয় না। তাই আমি অনেক সন্তানের জন্ম দিতে চাই।’
এক সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়ে ছিলেন তাঁরা সন্তানের পরিকল্পনা করে নিয়েছিলেন অনেক আগেই। তাঁরা নাকি সন্তানের নামের একটি তালিকাও তৈরি করেছিলেন। রণবীর সিং জানিয়েছিলেন, তিনি স্থির করে ফেলেছিলেন, তাঁর সন্তানের নাম। রণবীর সিং এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি তো নামের একটা লিস্ট তৈরি করছি। সন্তান হলে নাম রাখব সৌর্যবীর সিং।’ সৌর্যবীর নামে সাহস, যিনি সাহসী। শক্তির রূপ। যদিও রণবীর সিং জানিয়েছিলেন তিনি কন্যা সন্তানই চান। তাঁর কথায় কন্যা সন্তান অনেক বেশি পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। তিনি বরাবরই নারী শক্তিতে বিশ্বাসী।