কলকাতার মিথিলার সিনেমায় ‘নাসেক নাসেক’ গায়ক

Looks like you've blocked notifications!
মিথিলার সিনেমায় অনিমেষ রায়। ছবি : ফেসবুক থেকে নেওয়া

কোক স্টুডিও বাংলায় ‘নাসেক নাসেক’ দিয়ে আলোচনায় চলে আসেন অনিমেষ রায়। বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গের ‘ও অভাগী’ সিনেমায় অনিমেষের গাওয়া টাইটেল গান। প্রকাশের দিক থেকে এটিই অনিমেষের প্রথম প্লেব্যাক। এর মাধ্যমে কলকাতার এই সিনেমাতে মিথিলার জন্য গাইলেন ঢাকার অনিমেষ রায়।

অনির্বাণ চক্রবর্তীর লেখা গানটির সংগীতায়োজন করেছেন মৌসুমি চট্টোপাধ্যায়।

নিজের প্রথম প্লেব্যাক নিয়ে অনিমেষ বলেন, ‘কোক স্টুডিও বাংলার সুবাদেই মৌসুমি দিদি আমাকে এই সিনেমায় গাওয়ার প্রস্তাব দেন। আমি সত্যি খুশি, তাঁরা আমার ওপর ভরসা রেখেছেন। সিনেমাটি তৈরি হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে। একটি মেয়ের জীবনের সংগ্রাম ও লড়ে যাওয়ার গল্প নিয়ে সিনেমা। এটি যেহেতু টাইটেল ট্র্যাক, তাই গানের কথায় গল্পটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।’

অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় ‘ও অভাগী’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ন ঘোষ, সৌরভ হালদার প্রমুখ। ২৯ মার্চ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

‘ও অভাগী’ সিনেমার আগে সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’ সিনেমায় ‘সোনার মন’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন অনিমেষ। লিখেছেন সুজন হাজং, সংগীতায়োজনে ইমন চৌধুরী। মুক্তির অপেক্ষায় আছে গানটি।