হাসপাতালে অমিতাভ বচ্চন

Looks like you've blocked notifications!
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। ছবি : সংগৃহীত

অমিতাভ বচ্চনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয় বলে খবর আনন্দবাজার অনলাইনের। 

যদিও এই অভিনেতার অসুস্থতার বিষয়ে বচ্চন পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, অভিনেতার শারীরিক অসুস্থতা শুরু থেকেই গোপন রাখা হয়েছিল। শুক্রবার এক্স-এ একটি পোস্টও করেন অভিনেতা। তিনি লেখেন, ‘আমি চিরকৃতজ্ঞ।’ কিন্তু কেন তিনি এ কথা লিখেছেন তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বাঁধে।

সম্প্রতি অস্ত্রোপচার হয়েছিল অমিতাভের। সেই বিষয়ে ব্লগে নিজেই জানিয়েছিলেন অভিনেতা। হাতে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁর। বয়স ৮১ হলেও নিয়মিত শরীরচর্চার মধ্যেই থাকেন অমিতাভ। জিমে গিয়ে ঘাম ঝরান বিগ বি। নিজেকে ফিট রাখতে কড়া অনুশাসনের বেড়াজালে নিজেকে বেঁধে রাখেন তিনি।

গত বছর মার্চ মাসে হায়দ্রাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অমিতাভ। অভিনেতার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। তার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামে ছিলেন অভিনেতা।