হাসপাতালে সব্যসাচী, এখন কেমন আছেন অভিনেতা?

Looks like you've blocked notifications!
অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ছবি : সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় অস্ত্রোপচার করে ‘ফেলুদা’র শরীরে পেসমেকার বসানো হয়েছে। এখন কেমন আছেন তিনি?

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।

শুরু থেকেই সব্যসাচীর পরিবার তাঁর অসুস্থতাকে প্রকাশ্যে আনতে চায়নি। যদিও বুধবার সকালে অভিনেতার স্ত্রী মিঠু চক্রবর্তী আনন্দবাজার অনলাইন  বলেন, ‘আমি এখন খুব ব্যস্ত। ও বেলায় গিয়ে পরিস্থিতি দেখে তার পর মন্তব্য করব।’

তবে হাসপাতাল সূত্রে খবর, পরীক্ষার পর সব্যসাচীর হার্টে ব্লকেজ পাওয়া যায়। চিকিৎসকেরা পেসমেকার বসানোর পরামর্শ দেন। সেই মতো বুধবার সন্ধ্যায় অভিনেতার অস্ত্রোপচার হয়। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সম্প্রতি পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী। নিজে দাঁড়িয়ে থেকে সব কিছুর তদারকি করেছেন। নাতির সঙ্গে সময় কাটাতে যে পছন্দ করেন সব্যসাচী, সে কথাও এর আগে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন গৌরব। কিন্তু নাতির এই অনুষ্ঠানের পরই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন।