ঈদে এনটিভিতে নাটক ‘দাবা’

Looks like you've blocked notifications!
নাটকটির পোস্টার। ছবি : এনটিভি অনলাইন

পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে থাকছে ‘দাবা’ শিরোনামে নাটক।

মুসাফির রনি রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শতাব্দী ওয়াদুদ, খায়রুল আলম টিপু, মাহফুজ আহমেদ, শাহ্আলম সজল, হাবিবুর রহমান ও অন্যান্য।

নাটকের গল্পে দেখা যাবে, রহমতের উবারে উঠে গ্রাম থেকে আসা এক তরুনী তামান্না। তামান্নার যে ঠিকানা বলে, সেই ঠিকানায় রহমত তাকে নিয়ে গেলে, তামান্না একটু সময়ের জন্য তার আত্নীয়র বাসায় যায় আর ফিরে আসে। রাতের বেলা রহমত বাসায় ফিরে জানতে পারে, তামান্নার সেই আত্নীয় নিজ বাসায় খুন হয়েছে। রমজান বুঝতে পারে এই খুনটি আর কেউ করেনি, করেছে তামান্না, যাকে সে তার গাড়িতে তুলেছিল। শুরু হয়, রহমতকে ব্ল্যাকমেইল করে তামান্নার শিকার খোঁজা। 

এরপর? সে প্রশ্নের উত্তর মিলবে ‘দাবা’ নাটকে। যা এনটিভিতে প্রচারিত হবে ঈদ আয়োজনে। পরবর্তীতে দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।