যে মালয়ালম সিনেমা বানাতে লেগেছে ১৫ বছর, ব্যয় হয়েছে ৮০ কোটি

Looks like you've blocked notifications!
সিনেমাটির দৃশ্য। ছবি : এক্স থেকে নেওয়া

ভারতের মালয়ালম ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা মুক্তি পাবে আগামীকাল ২৮ মার্চ। পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত ব্লেসি পরিচালিত এ সিনেমার নির্মাণে লেগেছে ৮০ কোটি রুপি; নাম ‘দ্য গোট লাইফ’। 

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, ভারতের প্রখ্যাত লেখক বেনিয়ামিনের লেখা উপন্যাসকে উপজীব্য করে তৈরি হয়েছে এই সিনেমার চিত্রনাট্য। নব্বইয়ের দশকের গোড়ার দিকে বুকভরা স্বপ্ন নিয়ে কেরালা থেকে ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো এক যুবকের জীবনকাহিনি উঠে এসেছে সিনেমায়। 

সিনেমাটির শুটিং শেষ করতে পাঁচ বছরের বেশি সময় লেগেছে আর চিত্রনাট্য তৈরিতে লেগেছে আরও ১০ বছর।

সিনেমার ট্রেলারে দেখা গেছে, সৌদি আরবের মরুভূমিতে অমানবিক দাসত্বের জীবন কাটাচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত চরিত্র নজীব। সারাদিনের হাড়ভাঙা পরিশ্রমের সঙ্গে তার দিন কাটে অর্ধাহারে। এমনকি তাকে গোসলের পানি দেওয়া হয় না। এ জীবন থেকে রেহাই পেতে নানা চেষ্টা করতে থাকে নজীব।

‘দ্য গোট লাইফ’ মুক্তি উপলক্ষে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। শুধু কেরালাতেই বিক্রি হয়েছে ২ কোটি রুপির বেশি টিকিট। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ১০ কোটি রুপির বেশি আয় করবে সিনেমাটি।