জোভান ও সাফা কবিরকে নিয়ে এনটিভিতে ঈদ নাটক ‘জাদুর শহর’

Looks like you've blocked notifications!
নাটকটির দৃশ্য। ছবি : এনটিভি অনলাইন

পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে থাকছে ‘জাদুর শহর’ শিরোনামে নাটক।

নাহিদ হাসনাতের চিত্রনাট্য আর তুহিন হোসেনের গল্প ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাফা কবির, হিন্দোল রয়, দিশা, আখি আক্তার।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক তুহিন হোসেন জানিয়েছেন, গল্পটা ঢাকা শহরের। বড়লোকের এক সন্তান মাদকের টাকা জোগাড় করতে ছিনতাই করে। সেই ছিনতাইয়ের জন্য একজনের মৃত্যু হয়। যে ঘটনার সঙ্গে গল্পের প্রেমিক-প্রমিকার একটা সম্পর্ক আছে। বাকীটা ঈদে দেখতে হবে এনটিভির পর্দায়। 

‘জাদুর শহর’ এনটিভিতে প্রচারিত হবে ঈদ আয়োজনে। পরবর্তীতে দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।