কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার দাপট

Looks like you've blocked notifications!
জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল। ছবি : ফেসবুক থেকে নেওয়া

কলকাতায় ফিল্মফেয়ার পুরস্কারে দাপট দেখাল ঢাকার শিল্পীরা। ভিনদেশের প্রধানতম একটি পুরষ্কার আয়োজনে একটি-দুটি নয়, পাক্কা তিনটি পুরস্কার জয় করে নিয়েছেন ঢাকার অভিনয়শিল্পীরা। তারা হলেন জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল। শুধু তাই নয়, এই আসরে সর্বোচ্চ সাতটি বিভাগে পুরস্কৃত হওয়া ‘মায়ার জঞ্জাল’র সঙ্গেও জুড়ে আছে ঢাকা, বাংলাদেশ। 

কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে এবছর পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান। তিনি চতুর্থবারের মতো এমন সম্মান পেলেন।
অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ এবং জসীম আহমেদ প্রযোজিত ইন্দ্রনীল রায়ের ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মণ্ডল।

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এ ঢাকার আরও এক তরুণ মনোনয়ন পেয়েছিলেন। তিনি মাহতিম শাকিব। ‘চিনি ২’ সিনেমায় তিনি ‘তুমি জানতেই পারো না’ শিরোনামের গানটির জন্য সেরা প্লেব্যাক গায়ক বিভাগে মনোনীত হয়েছিলেন। তবে এই ক্যাটাগরিতে জিতেছেন অরিজিৎ সিং। তিনি পেয়েছেন ‘কাবুলিওয়ালা’ ছবির ‘ভাবো যদি’ গানের জন্য।

২৯ মার্চ কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’র আসর। এ বছর ঢাকার পাঁচজন অভিনয় ও সংগীতে মনোনয়ন পাওয়ার রেকর্ড করেন।

‘মায়ার জঞ্জাল’ প্রযোজনা করেছেন বাংলাদেশের জসিম আহমেদ ও পশ্চিমবঙ্গের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। সিনেমাটি সেরা চিত্রনাট্য (ইন্দ্রনীল রায়চৌধুরী ও সুগত সিনহা), সেরা চলচ্চিত্র সম্পাদনা (সুমিত ঘোষ), সেরা শব্দ বিন্যাস (শুভদীপ সেনগুপ্ত), সেরা চিত্রগ্রহণ (ইন্দ্রনীল মুখোপাধ্যায়), সেরা পোশাক পরিকল্পনা (ঋতারুপা ভট্টাচার্য) বিভাগেও পুরস্কার পেয়েছে।