গানে ‘বেসামাল’ করে দিলেন পূজা, ঈদে আসছে ‘লিপস্টিক’

Looks like you've blocked notifications!
গানটির দৃশ্য। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

‘লিপস্টিক’ সিনেমার আইটেম গান ‘বেসামাল’ প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো আসন্ন ঈদে মুক্তি পাবে ‘লিপস্টিক’। রোববার সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান। 

রোমান জানান, ‘আমরা ঈদেই মুক্তি দেব এমন সিদ্ধান্ত  আগেই নেওয়া ছিল। কেবল সেন্সর ছাড়পত্রের জন্য অপেক্ষা করেছি। আজ সেন্সর ছাড়পত্র হাতে পেয়েই আমাদের সিনেমার ব্যয়বহুল বেশামাল গানটি প্রকাশের মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিলাম।’

সাজগোজ প্রেজেন্ট বেশামাল গানটি প্রকাশ পেয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুক পেইজে। এর কথা লিখেছেন কবির বকুল আর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্নেহা ভট্টাচার্য। 

সিনেমাটির গল্পে দেখা যাবে ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠাকিতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন। এতে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ। 

পূজা চেরি বললেন, অন্ধকার এক সময়ের মধ্য দিয়ে হাট যাচ্ছি আমি। ক’দিন আগেই মাকে হারালাম। যে আমার আমার পৃথিবী । সেই মাই এখন আমার সঙ্গে নেই। এমন সময়ে চারদিকে অন্ধকার লাগছে। ঠিক এই সময়ে লিপস্টিক ঈদে মুক্তির খবর এলো। এখন সিনেমাটা নিয়েই ব্যস্ত থাকব। মা হারানের শোক কাটিয়ে উঠার চেষ্টা করব। সবাই আমাকে আর্শীবাদে রাখবেন।’

চিত্রনায়ক আদর আজাদ সিনেমাটিকে রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা বলছেন। তার ভাষ্য, ‘গল্পটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে। এর ফাইটগুলোও দূর্দান্ত হয়েছে। পুরোপুরি রোমান্টিক না বলা যায় রোমান্টিক থ্রিলার। ছবিটি দর্শকদের কাছে উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’

সিনেমাটির গল্পের কথা জানিয়ে এর আগে পূজা চেরি জানিয়েছিলেন,  চিত্রনাট্য পড়ার সময়েই গল্পটির প্রেমে পড়ে যান তিনি। চরিত্রটি করতে গিয়ে সেই প্রেম গাঢ় হয় আরও। 

বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।