টাবু, কারিনা ও কৃতির ‘ক্রু’ আজ থেকে দেখা যাবে বাংলাদেশে
কথা ছিল, ভারত ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ২৯ মার্চ বাংলাদেশেও মুক্তি পাবে বলিউড সিনেমা ‘ক্রু’। তবে সেন্সর জটিলতায় সেটা সম্ভব হয়নি। তবে সুখবর হচ্ছে সেই জটিলতা কাটিয়ে আজ ১ এপ্রিল থেকে বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিমেমাটি।
সাফটা চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো হিন্দি সিনেমা আমদানি করছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ক্রু’ সিনেমাটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। প্রথমবারের মতো আমরা হিন্দি সিনেমা আমদানি করে মুক্তি দিতে যাচ্ছি। ‘ক্রু’ নিয়ে দর্শকদের বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এরইমধ্যে অনেক দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। নিয়মানুযায়ী ঈদের উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না তাই ঈদের সময় ‘ক্রু’-এর শো বন্ধ থাকবে।
এদিকে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা পাচ্ছে টাবু, কারিনা ও কৃতির সিনেমাটি। বক্স অফিস বিশ্লেষক ও সিনেমা সমালোচক সুমিত কাড়েল জানান, এটি চলতি বছরের তৃতীয় সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। শনি ও রবিবার আরও বড় চমক দেখাতে পারে সিনেমাটি।
বলা হয়, নারীকেন্দ্রিক সিনেমা খুব একটা ব্যবসা করতে পারে না। কিন্তু সেই ধারণা বদলে চমক দেখাচ্ছে ‘ক্রু’। এই ছবির প্রধান তিন চরিত্রেই রয়েছেন নারী অভিনয়শিল্পী। তারা হলেন কারিনা কাপুর, টাবু ও কৃতি স্যানন।
তিন বিমানবালাকে ঘিরে এগিয়েছে ‘ক্রু’র গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। এতে আরও অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, স্বাশ্বত চ্যাটার্জি, রাজেশ শর্মা প্রমুখ। এছাড়া কমেডি তারকা কপিল শর্মা আছেন অতিথি চরিত্রে।