‘কাজলরেখা’ আসছে ঈদে, শুকপাখিকে নিয়ে এলো পোস্টার

Looks like you've blocked notifications!
সিনেমাটির পোস্টার। ছবি : ফেসবুক থেকে নেওয়া

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বললেন, এটার নাম সুখ পাখি। পাখিটি কাজলরেখা সিনেমার একটি বড় চরিত্র। সিনেমায় যে পাখি  মানুষের নিয়তি বলে দেয়। আর সে যা বলে দেয় তাই ঘটে। মানে পাখিটি ভবিষ্যত বলে দেয় মানুষের।  সিনেমাটি তার চরিত্রটি দর্শকদের মুগ্ধ করব। আমরা তাই অফিসিয়াল পোস্টারে পাখিকে ঘিরেই করেছি।

এর আগে সিনেমাটির লুক, টিজার ও গান প্রকাশ্যে  এসেছিল যা দর্শকদের হৃদয়ে স্থান পেয়েছে। ছবিটির ট্রেলার- গান ও পোস্টার সব কিছুতেই  উঠে এসেছে পুরোনো ঐতিহাসিক গল্পের ছোঁয়া। বিশেষ করে ট্রেলারে সিনেমাটি সাহিত্যনির্ভর গল্প, সংলাপ আর অসাধারণ সুন্দর সব গানের পূর্বাভাস পাওয়া গিয়েছে। সবচেয়ে বেশি চোখে পড়ার মতো ব্যাপার হলো এটি একটি তারকাবহুল সিনেমা। 

ছবিতে প্রধান চরিত্রে আছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। পাশাপাশি টেলিভিশন অভিনেত্রী সাদিয়া আয়মান নিজের প্রথম সিনেমায় দারুণ প্রশংসিত হচ্ছেন। এ ছাড়া ‘গুণিন’  অভিনেতা শরিফুল রাজের পাশাপাশি আছেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা, ইরেশ যাকের, খায়রুল বাসারসহ অনেক তারকামুখ।

মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বানানো হয়েছে ‘কাজলরেখা’। যেখানে আছে প্রাচীন বাংলার রূপবৈচিত্র্য, রহস্য ও সাংস্কৃতিক মেলবন্ধন। অভিনয়শিল্পীদের পোশাক-পরিচ্ছদ থেকে সেট ডিজাইন, সবকিছুই সাবেকি আর দৃষ্টিনন্দন। দুই বছর ধরে নেত্রকোনার দুর্গাপুর, খুলনার সুন্দরবন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে শেষ হয়েছে সিনেমাটির শুটিং।