প্রথমবারের মতো বাংলাদেশের নাটকে অনুপমের গান

Looks like you've blocked notifications!
ছবি : নির্মাতার সৌজন্যে

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় বাংলাদেশে অনেকবারই এসেছেন গানের সূত্রে। আর এবার প্রথম বাংলাদেশের ঈদের নাটক ‘আদরে থেকো’ গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। গানটির কথা লিখেছেন কলকাতার প্রিতম। সুর করেছেন অমিত চ্যাটার্জি।

ইশতিয়াক আহমেদের পাণ্ডুলিপিতে এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ের পাশাপাশি নাটকটি প্রযোজনা করেছেন অভিনেতা নিলয় আলমগীর।

পরিচালক মোহন আহমেদ বললেন, ‘শুটিংয়ে যাওয়ার সময় গাড়িতে আমি অনুপম রায়ের গান শুনি। আমি মোটামুটি অনুপম রায়ের বড় ভক্ত। তার সব গান আমার শোনা। কথায় কথায় বললাম অনুপম রায়ের মতো গান। তখন প্রযোজক-অভিনেতা নিলয় ভাই বললেন, অনুপমকে দিয়েই গান করানো যায় কিনা। বললেন, ‘চেষ্টা করে দেখুন। যদি অপশন থাকে তাহলে করে ফেলি’। এভাবেই অনুপমের যুক্ততা।’’

রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার জন্য গান গেয়েছিলেন অনুপম। সেসময় এই সিনেমার সহকারী পরিচালক ছিলেন মোহন। অনুপমের সেই ‘চোরাবালি’ গান শুনেই অনুপমের ভক্ত হন এই নির্মাতা। 

ইশতিয়াক আহমেদের রচনায় নাটকের আরো যারা অভিনয় করেছেন তারা হলেন- জান্নাতুল সুমাইয়া হিমি, শতাব্দী ওয়াদুদ, জিন্নাত ফারজানা চাঁদনী, জাবেদ গাজী, মুন্তাহা এমেলিয়া, জাকির হোসেন রাসেল প্রমুখ।

ঈদের সময় নাটকটি ‘নাফ এন্টারটেইনমেন্ট’ চ্যানেলে মুক্তি পাবে। অনুপম রায়ের বক্তব্য দিয়েই শুরু হবে নাটকের প্রচার কাজ।