‘কুরুলুস উসমান’র নায়ক বুরাক ঢাকায়
ঢাকায় অবস্থান করছেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘কুরুলুস উসমান’র নায়ক বুরাক অ্যাজিভিট। গতকাল শুক্রবার (২৪ মে) ঢাকায় পৌঁছেন এই অভিনেতা। রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তিনি।
ঢাকায় পৌঁছানোর আগে গত ২৩ মে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা নিজেই জানান, ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক কুরুলুস উসমানের মাধ্যমে বাংলাদেশের দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পান বুরাক অ্যাজিভিট। এ ছাড়া সুলতান সুলেমানেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
লাল-সবুজের দেশে নিজের জনপ্রিয়তার কথা ভালো করেই জানেন বুরাক। সেই ভালোবাসার টানে এ দেশে ছুটে এসেছেন তিনি। ২৪ মে তাকে বহনকারী বিমানটি ঢাকার মাটি স্পর্শ করে।
জানা গেছে, এই হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন বুরাক। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন তিনি। আগামী ২৬ মে বাংলাদেশে ভক্তদের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজড় কেড়েছেন তিনি।
বুরাকের জন্ম ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল মেরসিতে। তার বাবার নাম বুলেন্ত অ্যাজিভিট, মা শেয়হান অ্যাজিভিট। তিনি পড়াশোনা করেছেন মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।