নায়ক দেবের ‘হ্যাটট্রিক’
ভারতের লোকসভার নির্বাচনে পরপর তিনবার সংসদ সদস্য হচ্ছেন টলিউড সুপারস্টার দেব তথা দীপক অধিকারী। তাঁর কাছে ধরাশয়ী হয়েছেন আরেক নায়ক হিরণ। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এক লাখ ২০ হাজারেরও বেশি ভোট পেয়ে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হন দেব।
নিজের এই সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব লেখেন, ‘আমি বলেছিলাম ভালবাসা দিয়েও জেতা যায়, ধন্যবাদ জানাই ঘাটাল লোকসভার মানুষকে ভালোবাসাকে সমর্থন করার জন্য। আমাদের দলের সব নেতা ও কর্মীদের ধন্যবাদ। এই জয় আপনাদের জয়। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি কে ধন্যবাদ।'
২০১৪ এবং ২০১৯, পর পর দু’বার ঘাটাল লোকসভা আসন থেকে বিরাট ব্যাবধানে জয় লাভ করেছিলেন দেব। তবে মাস কয়েক আগে গরুপাচার কাণ্ডে নাম জড়ায় তারকার। এরপরই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন দেব, কিন্তু দিদির জোরাজুরিতেই সিদ্ধান্ত বদল করে তৃতীয়বার ঘাটাল থেকে লড়াই করেন দেব। যে ঘাটাল মাস্টার প্ল্যান দেবের স্বপ্ন, তা বাস্তবায়িত করবে রাজ্য, এই আশ্বাস দেন মমতা। অবশেষে রাজনীতিতে রাজকীয় প্রত্যার্বতন নায়কের।
সুপারস্টার দেবের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস ছিল টলিউড অভিনেতা তথা বিধায়ক হিরণ। গত কয়েক বছরে হিরণ-দেবের সম্পর্ক ‘মসৃণ নয়’। সেটাই কাজে লাগাতে চেয়েছিল পদ্ম-শিবির। কিন্তু দেবের গর্জনের সামনে মঙ্গলবার ফিকে হিরণ। টলিউডের ‘খোকা বাবু’ বনাম ‘মাচো মস্তানা’-এর লড়াইয়ে শেষ হাসি হাসলেন দেব।
ঘাটালে তো বটেই গোটা রাজ্যে তৃণমূলের প্রচারের ‘পোস্টারবয়’ ছিলেন দেব। গোটা বাংলা গত দেড় মাস ধরে চষে বেড়িয়েছেন দেব। পর্দায় অ্যাংরি ইয়াং ম্যান দেব কিন্তু বাংলার রাজনীতিতে সৌজন্যের ব্র্যান্ড অ্যাম্বেসাডার। হিরণ কটাক্ষ, আক্রমণের জবাবে অনেকসময় কেবল মুচকি হাসিতেই থেমে থেকেছেন দেব। আর সেই সৌজন্যবোধেই বোধহয় আস্থা রাখলেন ঘাটালবাসী। টেক্কা দিলেও ভোট শতাংশের বিচারে দেবের চেয়ে প্রায় ১২% পিছিয়ে থাকলেন হিরণ। সুতরাং ঘাটালে সাইড রোলেই আটকে থাকতে হল হিরো হিরণকে।