শাকিবের হাত ধরে ‘উরা ধুরা’ নাচলেন মিমি
বাংলাদেশের পর এবার কলকাতায় মুক্তি পাচ্ছে শাকিব-মিমির ‘তুফান’ সিনেমা। তার আগে গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) কলকাতায় সিনেমার প্রচারে হাজির ছিলেন শাকিব খান। সিনেমার প্রচারে তাঁর সঙ্গে দেখা গেল মিমি চক্রবর্তীকেও। ‘তুফান’-এর প্রচারের ফাঁকেই ট্রলারদের জবাব দিলেন মিমি। তাঁর কথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল না করে বাস্তবেই বাংলা সিনেমার পাশে দাঁড়ান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বাঙালি তারকা বাংলা ছেড়ে ইংরাজি কিংবা হিন্দিতে কথা বললে তাঁদেরকে ট্রল হতে হয়। সে প্রসঙ্গ ধরেই মিমি বলেন, ‘একটা ছোট্ট কথা বলি, আমি যদি আমার ইন্টারভিউতে একটা হিন্দি কিংবা ইংরাজি শব্দ ব্যবহার করি, তাহলে আপনারাই সেই পোস্টের নিচে গিয়ে লিখবেন, উম…হিন্দিতে কথা বলছে, উম ইংরাজিতে কথা বলছে। কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে? যাঁরা একথা বলেন, তাঁরা গিয়ে হলে দাঁড়িয়ে কিন্তু বাংলা সিনেমা দেখেন না। তাঁদের সকলকে বলব, কমেন্ট সেকশনে বাংলা ভাষাকে না ভালোবেশে হলে গিয়ে ভালোবাসুন। তাহলেই বাংলা সিনেমা এগোতে পারবে।’
তবে বাংলা সিনেমা নিয়ে আশাবাদী শাকিব-মিমি। তাঁদের আশা একদিন বাংলা সিনেমাও হাজার কোটি টাকার ব্যবসা করবে। এদিন ‘তুফান’-এর প্রচারে উরা ধুরা গানে একসঙ্গে নেচে তাক লাগালেন শাকিব-মিমি। এদিন প্রচারের ফাঁকে মিমিকে ‘সুপারস্টার’-এর তকমা দেন শাকিব।
প্রসঙ্গত শাকিব-মিমির 'তুফান' বাংলাদেশে ইতিমধ্যেই ঝড় তুলেছে। সিনেমাতে শাকিব-মিমি ছাড়াও রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ওপার বাংলার চরকি, আলফা আই, আর এই বাংলার এসভিএফ-এর প্রযোজনায় তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রফি।