রথযাত্রায় হতাহতের ঘটনায় শাবনূরের শোক
বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসবে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। গতকাল রোববার (৭ জুলাই) ছিল সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। এদিন বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মর্মান্তিক এ ঘটনা হৃদয় দুলিয়ে দিয়েছে অভিনেত্রীর। তাই সোমবার (৮ জুলাই) এ ঘটনাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবির সঙ্গে রথযাত্রার কোলাজ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’ একইসঙ্গে এই পোস্টে কান্না ও প্রার্থনার দুটি ইমোজিও জুড়ে দিয়েছেন শাবনূর। জানিয়েছেন আহত ও নিহত পরিবারের প্রতি সমবেদনা।
গোপাল হালদার নামে এক ভক্ত লিখেছেন, ‘একজন শাবনূরের এ রকম মহীয়সী মানসিকতাকে হাজার স্যালুট জানাই।’ অপু নামে আরেকজন লিখেছেন, ‘শোকাহত পরিবারের সকলকে ধৈর্য্য ধারণ ও সমবেদনা জ্ঞাপন করছি।’
সুদিপ্ত ঘোষ নামে আরেক ভক্ত লেখেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। তবে এটা অসচেতনতার কারণেই হয়েছে। গভীরভাবে শোক প্রকাশ করছি । সাথে সাথে বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
জানা গেছে, গতকাল রোববার বিকেল ৫টায় শহরের সেউজগাড়ি পালপাড়া মন্দির হতে রথযাত্রা বের হয়। রথযাত্রাটি বের হয়ে স্টেশন রোডে গেলে রথের গম্বুজটি বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এ সময় রথে থাকা পাঁচ ব্যক্তি বৈদ্যুতিক শকে ঘটনাস্থলেই নিহত এবং ২০ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।