এখনও সফলতার অনেক কিছু বাকি রয়েছে : তানজিন তিশা
মিডিয়া ক্যারিয়ারে শুরু থেকে তিনি গ্ল্যামার দিয়ে নজর কেড়েছেন। মডেল থেকে অভিনয়ে এসেও সাফল্য পেয়েছেন তিশা। ২০১১ সালে মডেলিং দিয়ে শুরুটা হলেও ২০১৪ সালে ‘ইউর্টান’ নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ারে পথচলা শুরু হয় তানজিন তিশার।
দশ বছরে অসংখ্য দর্শক নন্দিত নাটক রয়েছে তানজিন তিশার ঝুলিতে। জুটি বেঁধেছেন কম বেশি সবার সঙ্গে। তবে ইদানীং তিশাকে দেখা যাচ্ছে নারী প্রধান গল্পে। বিশেষ করে পুতুলের সংসার, রিক্সা গার্ল, নরসুন্দরী নাটকগুলো দিয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে বারবার প্রমাণ করে যাচ্ছেন তিনি। তিশার ইচ্ছে, আগামীতে এমন ব্যতিক্রমী কাজের চেষ্টা থাকবে তার।
তিশার মতে, অনেকটা দেখতে দেখতে লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে অভিনয় ক্যারিয়ারে দশবছর অতিক্রম করলেন। তিনি বলেন, কিভাবে এতগুলো বছর চলে গেল সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি খুশি যে নাচ থেকে মডেলিং তারপর অভিনয়; সবমাধ্যমে দর্শকের ভালোবাসা পেয়েছি, তাদের জন্যই আজকে আমি এখানে এসেছি।
নিজেকে সাফল্য প্রসঙ্গে তানজিন তিশা বলেন, আমি জানি না নিজেকে কোথায় দেখতে চাই তবে অভিনয় ক্যারিয়ারে আমার সঙ্গে যাই ঘটেছে দর্শকের ভালোবাসা আমাকে স্ট্রংলি একটা পজিশনে দাঁড় করিয়ে রেখেছে। এজন্য আমি সবসময় আমার দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি মনে করি, এই ভালোবাসা প্রাপ্তিটাই আমার জীবনের বড় অর্জন। যারা আমাকে ভালোবাসেন, তাদের বলবো এভাবেই আমার পাশে থাকবেন। কারণ, তারা ছাড়া আমি তানজিন তিশা কিছুই না।
তানজিন তিশা বলেন, আসলে এখনও সফলতার অনেককিছু বাকি রয়েছে। আমার দিক থেকে অনেককিছু দেখানোর বাকি আছে। একজন অভিনেত্রী হিসেবে আমি মনে করি, দর্শকের দেওয়ার এখনও অনেককিছু বাকি আছে। সেইসব কাজের জন্য প্রস্তুত হচ্ছি। দর্শকরা হতাশ হন, তেমন কাজ করিনি, ভবিষ্যতেও করবো না। মোর উইল কাম সুন, ইনশাল্লাহ।