শরাফ আহমেদ জীবনের এ কী হাল...
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুরু হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ফাউল জামাই’। নাটকটি প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার রাত আটটা ২০ মিনিটে প্রচার শুরু হবে। যা পরবর্তীতে দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।
আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। ধারাবাহিকতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, সাদ্দাম মাল, হান্নান শেলি, জারা জয়া, সাইকা আহমেদ, জাবেদ গাজী, রোবেনা রেজা জুঁই, নওশিন দিশা, সুজিত বিশ্বাস, খান রশ্মি, পলাশ, বিভান বাদল, বাঁশরী, বিজয়, রাজিব প্রমূখ।
নাটকের গল্পে দেখা যাবে সুজনকাঠী গ্রামের তালুকদার বাড়ির একমাত্র জামাই মনির হোসেন প্রবাস থেকে দেশে ফিরেছে। নিজের বাড়িতে না গিয়ে সরাসরি শশুড়বাড়িতে আসায় মনির হোসেনের শশুড় আদম আলী তালুকদার জামাইয়ের উপর বিরক্ত । তিনি তার মেয়ে জামাইকে পছন্দ করেন না। পছন্দ না করার যথেষ্ট কারনও আছে, মনির কথা বেশি বলে, যে কোনো বিষয়ে নিজেকে জ্ঞানী হিসেবে জাহির করে, আদম আলী তালুকদারকে সম্মানের চাইতে অপমান বেশি করে। সুতরাং আদম আলী তালুকদার চান না তার মেয়ে জামাই এই বাড়িতে থাকুক। তিনি তার স্ত্রীকে বলে দিয়েছেন মনির যেনো তাদের মেয়েকে নিয়ে বিদায় হয়। কিন্তু মনির বিদায় হয়না। বরং শশুড় বাড়ি থেকে সে একের পর এক উদ্ভট কর্মকান্ড ঘটিয়ে চলে।
প্রেম, পারিবারিক কলহ, গ্রাম্য রাজনীতি আর নানান হাস্যরসাত্মক ঘটনায় এগিয়ে চলে নাটক ধারাবাহিক নাটক ‘ফাউল জামাই’।