রাফির সিরিজ মুক্তি পাবে সিনেমা হলে, নায়ক জাহিদ হাসান
পরিচালক রায়হান রাফির নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন জাহিদ হাসান। থাকবেন প্রার্থনা ফারদিন দীঘিও। এনটিভি অনলাইন এই খবর প্রথম প্রকাশ করে চলতি বছরের ৮ অক্টোবর।
নতুন খরব হচ্ছে, এরই মধ্যে এই সিরিজের শুট শেষ করেছেন রাফি; নাম ‘যাহা বলিব মিথ্যা বলিব’। কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘিরে এই সিরিজের গল্প।
গুঞ্জন আছে, সিরিজে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। প্রথমে প্রার্থনা ফারদিন দীঘির নাম শোনা গেলেও তিনি এই সিরিজে অভিনয় করেননি বলে নিশ্চিত করেছে এনটিভি অনলাইনকে।
এ প্রসঙ্গে মন্তব্য জানতে রায়হান রাফির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সাড়া মেলেনি।
‘যাহা বলিব মিথ্যা বলিব’ চরকির জন্য নির্মিত হলেও প্রথমে সিরিজটি সিনেমা হলে মুক্তি দিতে যাচ্ছে চরকি। এর আগে প্রতিষ্ঠানটি একই প্রক্রিয়ায় আরও একটি ওয়েব ফিল্ম সিনেমা হলে মুক্তি দিলেও সেটি সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ হয়।
‘যাহা বলিব মিথ্যা বলিব’ সিরিজ মুক্তি প্রসঙ্গে চরকির কমিউনিকেশন বিভাগ এনটিভি অনলাইনকে জানিয়েছে, এখনই আনুষ্ঠানিকভাবে জানানোর মতো কোন তথ্য আমাদের কাছে নেই। এমন কিছু হলে দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানাব আমরা।