তেলেঙ্গানার বিধানসভায় দাবি
পদপিষ্ট নারীর মৃত্যুর খবরে হেসে আল্লু অর্জুন বলেছিলেন, ‘এবার সিনেমা হিট’
‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় এবার সরগরম তেলেঙ্গানার বিধানসভা। নাম না করেই সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন ভারতের অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, পদপিষ্ট নারীর মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, ‘এবার সিনেমা হিট’।
সংবাদ সংস্থা এএনআইয়ের এক ভিডিওতে তেলেঙ্গানার বিধায়ককে বলতে শোনা যায়, ‘আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না। কিন্তু আমার খবর অনুযায়ী, যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। দুটি শিশু পড়ে গিয়েছে, একজন মহিলার মৃত্যু হয়েছে, তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি গোটা সিনেমা দেখেন ও যেতে যেতে ভিড়ের দিকে হাত নেড়ে অভিবাদন জানান। এর পর আবার তিনি বার্তা দিচ্ছেন যে সরকার জুলুম করছে… তিনি তো গিয়ে আহতদের খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করেননি।’
তবে এই ইস্যুতে আল্লু অর্জুন শনিবার তিনি দাবি করেন, ওই ঘটনা নিয়ে একাধিক ভুল খবর ছড়িয়েছে। বিষয়টিকে ‘অপমানজনক’ বলেও উল্লেখ করেছেন আল্লু। তাঁর কথায়, ‘বহু ভুল খবর চার দিকে ছড়াচ্ছে। কোনও বিভাগ বা রাজনীতিক— আমি কাউকে দোষ দিতে চাই না। কিন্তু এটা অপমানজনক। মনে হচ্ছে যেন চরিত্রহনন করা হচ্ছে।’
৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে নারীর মৃত্যু হয়। মৃতার ছেলে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার জেরে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই অন্তর্বতীকালীন জামিন পেয়ে যান অভিনেতা।