১২ মাসে রাফির ১২ গান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/01/1d66f2b1-7477-4f53-8652-24f5295154cd.jpg)
গান প্রকাশ ক্রমশ কমের দিকে। বিশেষ করে একক গানের সংখ্যা তলানিতে। তেমন পরিস্থিতিতে ১২ মাসে ১২টি গান প্রকাশ করা রেকর্ড বটে। এমন নজির, সচরাচর ঘটে না। যেমনটা খুব নীরবে ঘটিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সংগীতশিল্পী রাফি আলম।
চলতি বছরের ১২ জানুয়ারিতে ‘কথা দাও’ গানটির মাধ্যমে তার এই উদ্যোগের শুরু। আর শেষটা হলো ১২ ডিসেম্বর ‘তোমার নেশা’ গানের মাধ্যমে।
রাফি আলম বর্তমানে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব নিয়ে কাজ করছেন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাথে। ২০০৫ সাল থেকে বাংলা ব্যান্ডের সঙ্গে ড্রামার হিসেবে যাত্রা শুরু করলেও ভোকালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন গত আট বছরে। বছর খানেক হলো তিনি নিজের একক সংগীত চর্চায় মনোনিবেশ করেন। রক, পপসহ বহুমুখী জনরা নিয়ে গান করে থাকেন এই শিল্পী। যার শেষ নজির, ২০২৪ সালে ১২ মাসে ১২টি গান প্রকাশের রেকর্ড।
১২ মাসে ১২টি গান প্রকাশের এই ব্যাপারটি নিয়ে রাফি আলম বলেন, ‘আমি যখন থেকে একক সংগীত চর্চায় মনোনিবেশ করেছি, ঠিক তখন থেকেই এমন কিছু করার ইচ্ছে ছিলো। তারই ধারাবাহিকতায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমার একাধারে একটি ইপিসহ ১২টি গান রিলিজ পেয়েছে। বছর শেষে গানগুলো শুনলে এবং শ্রোতাদের ভালোবাসার হিসেব কষলে, নিজেরই ভালো লাগে।’
১২ মাসে প্রকাশিত রাফি আলমের গানগুলোর শিরোনাম এমন- ‘কথা দাও’, ‘তুই ছাড়া’, ‘পাখিরে তুই’, ‘ফরট্রিস অব কেওয়াস’, ‘অচেনা শহরে’, ‘নিজের মতো’, ‘জোনাকি’, ‘মৃত্যুর কোরাস’, ‘মুগ্ধ’, ‘সংশপ্তক’, ‘আমারে আসিবার কথা কইয়া’ ও ‘তোমার নেশা’।
রাফি আলমের ১২টি গানের মধ্যে প্রেম-বিরহ ছাড়াও রয়েছে জুলাই বিপ্লবের রেশ। তখন দুটি গান পর পর প্রকাশ পায় জুলাই বিপ্লবের সূচনালগ্নে। জুলাই বিপ্লবের মাঝেই ব্যান্ড ‘আপেক্ষিক’-এর কোলাবরেশনে রাফি আলম রিলিজ করেন তার ভিন্নধর্মী গান ‘মৃত্যুর কোরাস’। গানটি লিখেছেন আপেক্ষিক ব্যান্ডের ভোকাল তানজির আহমেদ শুদ্ধ এবং সুর ও কম্পোজ করেছেন ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জয় সিদ্দিকী। তার কয়েকদিন পরই জুলাই বিপ্লবে তরুণ ছাত্রদের সাহসিকতা, মানবতা এবং মানবিকতায় মুগ্ধ হয়ে ‘মুগ্ধ’ শিরোনামে আরেকটি গান প্রকাশ করেন তিনি।
গান প্রকাশের বাইরে আগস্ট মাসে বন্যার্তদের সাহায্যে রাফি আলম চ্যারিটি শো করেছেন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে। অক্টোবর মাসে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেইজ’ এবং ‘আর্টসেল’র সাথে ভার্জিনিয়াতে একই মঞ্চে লাইভ পারফর্ম করেন যুক্তরাষ্ট্রে নিজের ব্যান্ড নিয়ে।
তাছাড়া, জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফার সাথে ‘নিজের মতো’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি। এই গানটিও বেশ ছাড়া পায় শ্রোতা মহলে। বহুমুখী জনরায় গান গাওয়া এই শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে প্রকাশ করেন ‘সংশপ্তক’ শিরোনামে চারটি রবীন্দ্রসংগীতের একটি ইপি।
এরই ধারাবাহিকতায় বছরের শেষ মাসে প্রকাশ পায় রাফি আলমের নতুন গান ‘তোমার নেশা’। গানটি প্রডিউস করেন জনপ্রিয় সংগীতশিল্পী অটামনাল মুন। গানটি ইতিমধ্যে ইউটিউব এবং স্পটিফাইতে শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় রাফি আলমের দুটি কনসার্ট। নতুন বছরে আসছে এই শিল্পীর একক অ্যালবাম।