কলকাতার সাহিত্যের উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে জয়া
দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকার পাশাপাশি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সেখানে তার দৃঢ় অবস্থান রয়েছে। গত রোববার হর্টিকালচারাল গার্ডেনে কলকাতা লিটেরারি মিটে অংশ নিয়ে ভক্তদের অটোগ্রাফ প্রদান করতে দেখা গেছে তাকে। এতে আরও অংশ নেন সিনেমার নির্মাতা সুমন চট্টোপাধ্যায়, অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও ধৃতিমান চট্টোপাধ্যায়।
এ বিষয়ে রোববার (২৬ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘𝐂𝐨𝐚𝐥 𝐈𝐧𝐝𝐢𝐚 @kolkatalitmeet-এ একটি প্রেরণাদায়ক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে দারুণ অনুভব করেছি, যেখানে আমরা আমাদের ছবি ‘পুতুলনাচের ইতিকথা’ এবং একটি সাহিত্যিক ক্লাসিককে চিত্রনাট্যে রূপান্তরের শিল্প সম্পর্কে আলোচনা করেছি।’’
প্রতি বছর কলকাতায় অনুষ্ঠিত হয় ‘কলকাতা লিটেরারি মিট’। গত বছর শ্রোতা হিসেবে অংশ নিলেও এবারই প্রথম আলোচক হিসেবে কলকাতা লিটেরারি মিটে অংশ নেন জয়া আহসান।
আলোচনাপর্ব শেষে জয়া আহসান বলেন, ‘এখানে সব সময় একটা ফেস্টিভ পরিবেশ থাকে, আর সঙ্গে প্রিয় কিছু মানুষ। একই রকম মানসিকতার মানুষগুলো সবাই এখানে আসেন, সাহিত্য নিয়ে, চলচ্চিত্র নিয়ে এবং বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে আড্ডা দেওয়া যায়। এবার এখানে পুতুলনাচের ইতিকথা নিয়ে একটা সেশন ছিল। সবাই মিলে খুব সুন্দর সময় কাটল। শেষবার আলোচনায় অংশ না নিলেও শুনতে এসেছিলাম। সেশনগুলো শুনতেও খুব ভালো লাগে, নিজেকে ঋদ্ধ করা যায়।’
আগামী ৬ ফেব্রুয়ারি রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হবে ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার প্রিমিয়ার শো। ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রটারড্যাম চলচ্চিত্র উৎসব। এতে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়বে পুতুলনাচের ইতিকথা। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়।
ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন।
এতে জয়া আহসান অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আবীর চট্টোপাধ্যায়। আরও আছেন পরমব্রত, অনন্যা ও ধৃতিমান চট্টোপাধ্যায়।