গান গাইতে গাইতে মঞ্চেই অসুস্থ সাবিনা ইয়াসমীন, কেমন আছেন এখন?
বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ এক বছর মঞ্চে গাইতে ওঠেন। তবে গান পরিবেশন করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাঁকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
গতকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তাঁর অসুস্থতার বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ। তিনি বলেন,‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।’
এদিকে, আয়োজকরা জানান, প্রায় এক বছর পর মঞ্চে গান গাইতে ওঠেন সাবিনা ইয়াসমিন। পরবর্তীতে, শনিবারও তার গান গাওয়ার কথা ছিল, তবে তার অসুস্থতার কারণে এটি পরবর্তী সময়ে পুনঃনির্ধারিত হবে।
প্রত্যাশা করা হচ্ছে, তিনি শীঘ্রই সুস্থ হয়ে আবারো তার দর্শকদের সামনে গান পরিবেশন করবেন। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এ শিল্পী।
প্রসঙ্গত, ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাঁকে মঞ্চে দেখা যায়নি।