বাস্তব জীবনে ছ্যাঁকা খাননি বাপ্পারাজ, দিয়েছেন...
গেল কয়েকদিন ধরে অন্তর্জালবাসী জানতে চাচ্ছেন ‘হেনা কোথায়?’ এটি ‘প্রেমের সমাধি’ সিনেমার দৃশ্য। আর এই দৃশ্য দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল বাপ্পারাজ। তবে এই ভাইরাল ইস্যু নতুন নয় নায়ক বাপ্পারাজের কাছে।
প্রেমে ছ্যাঁকা খাওয়ার প্রসঙ্গ উঠলেই ঘুরে ফিরে আসে এই নায়কের নাম। তবে এই প্রসঙ্গে বাপ্পারাজ বলছেন, ‘আমি যদি ১০০ ছবি করে থাকি, হয়তোআট-দশটি ছবিতে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি। আনকেই মান করেন আমার সব সিনেমা বোধহয় এমন। কিন্তু না। আমি অ্যাকশন, পারিবারিক গল্পের ছবিও আনক করেছি। হতে পারে এই ধরনের চরিত্রে আমার অভিনয় ভালো হয়েছে, তাই দর্শকদের মনে গেঁথে গেছে। একারণে আমি ব্যর্থ প্রেমের সফল নায়ক হিসেবে মানুষের হৃদয়ে রায় গেছি। ওইসব গান বা সংলাপ এখন ফেসবুক বা অন্যান্য মাধ্যমে ছড়াছড়ি হয়। এগুলো দেখে আমার ভালো লাগে। যে অভিনেতা মানুষের মনের মধ্যে কাজ দিয়ে যেতে পাঁরবে, সে একসময় সফল হবেই।’
বাস্তবে ছ্যাঁকা খেয়েছিলেন? এমন প্রশ্নে গণমাধ্যমকে বাপ্পারাজ বলেন, ‘না। ছ্যাঁকা দিয়েছি। জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছি, তাকেই বিয়ে করেছি। আমাদের প্রেমটা কিন্তু চলচ্চিত্রের চেয়ে কম কিছু নয়। আমার বউ বিয়ের জন্যই বিদেশ থেকে চলে এসেছিল। ভাবুন, সেই যুগে একটা মানুষ প্রেমিকের টানে বাংলাদেশে এসেছে, তার মানে আমার প্রেম কতটা খাঁটি। আজকাল শুনি, প্রেমের টানে চীন থেকে প্রেমিক চলে আসছে, কোরিয়া থেকে চলে আসছে। তবে এর প্রবর্তক কিন্তু আমার স্ত্রীই।’