‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি
৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত, সরকারী অনুদানের সিনেমা ‘বলী’। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন ইকবাল হোসাইন চৌধুরী।
বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জেতে ‘বলী’। এবার দেশের দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন।
নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘৭ ফেব্রুয়ারিতে আমরা সিনেমাটি মুক্তি দিচ্ছি। ডিস্ট্রিবিউটর ও হল কর্তৃপক্ষের সঙ্গে সেভাবেই চুক্তি হয়েছে। আমরা সেভাবেই সিনেমাটি নিয়ে শেষ মুহূর্তের কাজগুলো শেষ করছি।’
এই সিনেমার প্রযোজক পিপলু আর খান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি দেওয়ার। পরে পরিচালকের সঙ্গে কথা বলে, বেশ কিছু কারণে আমাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। ৭ তারিখে মুক্তি দেওয়াই এখন আমাদের কাছে বেটার মনে হচ্ছে।’
বলা প্রয়োজন, ২৮তম বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জয় করে ‘বলী’। সিনেমাটি গত বছর সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ আরও কিছু উৎসবে প্রদর্শিত হয়।
চলতি বছরের জানুয়ারিতে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী সিনেমা নির্বাচিত হয় ‘বলী’। এছাড়াও বাংলাদেশ থেকে সিনেমাটি এবার অস্কারেও প্রতিনিধিত্ব করে।
চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রঘেঁষা মানুষের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা বলীখেলাকে কেন্দ্র করে ‘বলী’ সিনেমার গল্প আবর্তীত।
‘বলী’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দীন খান। এছাড়াও রয়েছেন প্রিয়াম অর্চি, ইতমাম, এনজেল প্রমূখ।