জয়ার সঙ্গে তিথি

জয়ার সঙ্গে তিথি। ছবি : ফেসবুক থেকে নেওয়া
সময়ের অন্যতম ব্যস্ত মডেল সৈয়দা তৌহিদা হক তিথি। সারা বছর তাকে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায়। বিশেষ করে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করে আলোচনা আসেন তিথি। সৈকত নাসির পরিচালিত এই ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
এরই ধারাবাহিকতায় তিথি সম্প্রতি, জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব এর পরিচালনায় একটি জুয়েলার্স কোম্পানির নতুন বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন।
এ প্রসঙ্গে তিথি বলেন, আদনান আল রাজীব ভাইয়ের নির্দেশনায় কাজ অভিজ্ঞতা আমার জন্য বরাবরের মতো ভালো ছিল। কিন্তু এবার বাড়তি অভিজ্ঞতা হয়েছে কাজ করতে গিয়ে কারণ এবার সহশিল্পী হিসেবে পেয়েছি আমার খুব প্রিয় এব জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। এটা আপু সাথে আমার প্রথম কাজ। সবমিলিয়ে। নতুন বিজ্ঞাপনে কাজ করেও ভীষণ ভালো লেগেছে। আশা করি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।