বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি এ আর রহমান

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান বুকে ব্যথা নিয়ে হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সকালে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর এনডিটিভির।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কোনো রকম ঝুঁকি না নিয়ে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। তাঁর শরীরে এনজিওগ্রাম করার প্রক্রিয়া চলছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন এ আর রাহমান। সেখান থেকে ফেরার পরই অসুস্থ বোধ করেন তিনি।
সংগীতশিল্পীর মুখপাত্র এনডিটিভিকে জানিয়েছেন, রমজানের রোজা রাখছিলেন শিল্পী।
লন্ডন থেকে ফেরার পর বুকে ব্যথা অনুভব করায় তিনি হাসপাতালে চেকআপ করাতে পৌঁছান। সেখানে ইসিজি করা হয় তাঁর। ধারণা করা হচ্ছে, রোজা রেখে দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। চিকিৎসকেরা জানিয়েছেন, ডিহাইড্রেশনে ভুগছেন এ আর রহমান।
অবশ্য আরেকটি সূত্র দাবি করেছে, ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান। তারপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি। চিকিৎসকেরা এও জানিয়েছেন, তিনি বর্তমানে ভালো আছেন এবং শিগগিরই বাড়ি ফিরতে পারবেন।