ঈদে আসবে ‘বরবাদ’?
পরিচালক আপডেট দেবেন ২ দিন পর, প্রযোজক বলছেন এ দেশে সিনেমা বানানো কঠিন

ঈদের আর সপ্তাহখানিক বাকী। অথচ ‘বরবাদ’ সিনেমার একটি গানের শুট করে নায়ক শাকিব খান দুবাই থেকে দেশে ফিরেছেন গতকাল। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে এখনও জমা পড়েনি সিনেমাটি।
এরই মধ্যে ঢালিউড পাড়ায় জোর গুঞ্জন, একাধিক জটিলতায় থমকে আছে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ‘বরবাদ’। সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে ছাড়পত্রের পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে।
এমন পরিস্থিতে শাকিবের ৪ বছর আগের সিনেমা হুট করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। ২০২১ সালে শেষ হওয়া শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে শনিবার জমা পড়েছে।
এমন খবরের পর শঙ্কা জেগেছে, ঈদে মুক্তি পাচ্ছে তো শাকিবের ‘বরবাদ’? নাকি আটকে যাওয়ায় শঙ্কায় তড়িঘড়ি করে সেন্সরে জামা পড়েছে শাকিবের ৪ বছর আগের সিনেমা। যাতে এবারের খান বিহীন না কাটে ঢালিউড।
এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন, ইদে আসবে ‘বরবাদ’? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ‘বরবাদ’ সিনেমার পরিচালক ও প্রযোজক।
সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের ভাষ্য ‘এগুলো ছড়াবেই। এ নিয়ে কিছু বলতে চাই না। আমাদের আজকে ও কালকে সময় লাগবে। এরপর হয়তো আপনাদের একটা আপডেট দিতে পারব। তবে এখন পর্যন্ত আমরা পজিটিভ।’
সিনেমার প্রযোজক শাহরিন আক্তারের ভাষ্য, ‘আমরা সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার জন্য এক মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। সব নিয়ম মেনেই আমরা কাজ করছি। আমরা সিনেমার সব তথ্য আমাদের পক্ষ থেকে মন্ত্রণালয়কে জানিয়েছি। সেখানে মন্ত্রণালয়ের কাছ থেকে একটি ডকুমেন্ট পেলেই সিনেমাটি আমরা সেন্সরে জমা দিতে পারব। সিনেমা নিয়ে সেই প্রস্তুতি রয়েছে। এটা নিয়েই দীর্ঘ সময় লাগছে। সর্বশেষ গত সপ্তাহে পাওয়ার কথা ছিল। এটা আর এক দিনের মধ্যেই পাওয়ার কথা রয়েছে। দেখা যাক। হয়তো শিগগিরই পেয়ে যাব। আমরা পাওয়ামাত্রই সিনেমাটি সেন্সরে জমা দেব। সেভাবেই আমরা প্রস্তুত। একজন প্রযোজক হিসেবে এ দেশে সিনেমা বানানো কঠিন কাজ। দেশে হল নেই। ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়। সেখানে আমরা এগিয়ে এসেছি। আমার বড় বাজেটের সিনেমা। সেটা সব নিয়ম মেনে কাজ করা। সেই সিনেমা নিয়ে যদি অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়, তাহলে ঢালিউডে কেন প্রযোজকেরা আসবে?’
শাহরিন আরও বলেন, ‘সিনেমা বানানোর জন্য সারা বিশ্বের প্রযোজকদের সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের এখানেও সরকার আন্তরিক। আমরা “বরবাদ” নিয়ে আশাবাদী। সেভাবেই আমরা সিনেপ্লেক্সসহ সিঙ্গেল সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে প্রতিদিন কথা বলছি। আমাদের মুক্তির জন্য প্রচারণার সব প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আশা করছি, আমরা ডকুমেন্টটি পাব এবং ঈদে সিনেমাটি–ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেব। তা না হলে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কি ভালো হবে? প্রযোজক যদি সিনেমা বানিয়ে মুক্তি দিতে না পারে, তাহলে লগ্নি কে করবে?’
‘অন্তরাত্মা’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও দর্শনা বণিক। সিনেমাটি ২০২১ সালের ঈদুল ফিতর মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়। পরবর্তীতে এক অজানা কারণে সিনেমাটি আর মুক্তি পাইনি।
‘বরবাদ’–এ আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।