দুই ছেলের সঙ্গেই জন্মদিনের কেক কেটেছেন শাকিব

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান গতকাল (২৮ মার্চ) তার জন্মদিন উদযাপন করলেন। ৪৬ বছরে পা রাখা এই তারকাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন তার অনুরাগীরা। তবে দিনটিকে ঘিরে ছিল নানা আয়োজনও। বিশেষ এদিনে সবচেয়ে বেশি উচ্ছ্বাস ছিল তার দুই ছেলের মধ্যে। বড় ছেলে আব্রাম খান জয় ও ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গেই কেক কেটে উদযাপন করলেন এই নায়ক। আর সেসব ছবি গতকাল রাতেই ফেসবুক শেয়ার করেছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী।
ছোট ছেলে বীরের পক্ষ থেকে জন্মদিন উদযাপনের খবরটি জানিয়েছেন তার মা চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যায়, বীরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত শাকিব খান। বীরকে নিয়ে একটি নীল-সাদা রঙের সুন্দর কেক কাটেন শাকিব। কেকের ওপরে বীরের তরফ থেকে লেখা- ‘হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।’
বিশেষ এই মুহূর্তের ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে মাস।’ বাবা-ছেলের এই হৃদয়ছোঁয়া মুহূর্ত দেখে শাকিব-বুবলীর ভক্তরা দারুণ প্রশংসা করছেন। অনেকেই ছবিগুলোতে ভালোবাসার মন্তব্য করেছেন।

অন্যদিকে, শাকিব খানের প্রথম সংসারের ছেলে আব্রাম খান জয়ও বাবার জন্মদিনে আনন্দ ভাগ করে নিয়েছে। জয়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন শাকিব। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপুর পোস্ট করা ছবিতে দেখা যায়, ছেলে আব্রামের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন শাকিব খান। নায়কের জন্য আনা হয়েছে একটি সুন্দর লাল কেক। সেখানে আব্রামের তরফ থেকে লেখা- ‘হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা।’
বাবার প্রতি ভালোবাসা প্রকাশ শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি। নিজের হাতে একটি ক্যানভাসে বিশেষ উক্তি লিখে রাখে আব্রাম। সঙ্গে থাকে ছোট্ট হাতের আঁকিবুঁকি।
ছবিগুলো শেয়ার করে অপু লিখেছেন, ‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা ছেলে এই এক অন্যরকম বন্ধন যাকে বলে আত্মার বন্ধন। শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। বাবা ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।’
এই বিশেষ পোস্টেও অনুরাগীরা ভালোবাসার বার্তা দিয়েছেন এবং শাকিব-জয়ের সম্পর্কের প্রশংসা করেছেন।