সিআইডিতে নতুন এসিপি, প্রদ্যুমনের জায়গা নিচ্ছে কে?

ভারতের জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’র প্রিয় মুখ এসিপি প্রদ্যুমন, অভিজিৎ ও দায়া। সেটাও ২০ বছরের এক লম্বা সময় ধরে। কিন্তু দর্শকদের জন্য দুঃসংবাদ হলো, এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না ‘সিআইডি’তে।
ভারতীয় গণমাধ্যমসুত্রে খবর, জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো-এ খুব শীঘ্রই একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকেরা। যেখানে মারা যাবেন এসিপি প্রদ্যুমন; আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।
নতুন খবর হচ্ছে, সিআইডি আসছে নতুন এসিপি, আর এই চরিত্রে দেখা যাবে হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা পার্থ সামথানকে; যাকে এসিপি আয়ুষ্মানের চরিত্রে দেখা যাবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার কাছে অফার এসেছে। প্রথমে ভয় পাচ্ছিলাম এই ভেবে, প্রস্তাব গ্রহণ করব কি না। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করেছি। প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইছিল না। সবাই ধরেই নিয়েছিল আমি মশকরা করছি। তবে যাই হোক, আমি এই সুযোগ কিছুতেই হাতছাড়া করব না।’
আর পাঁচজনের মতো পার্থর কাছেও ‘সিআইডি’ একটি আইকনিক শো। প্রস্তাব পেয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতা। বলেন, ‘এসিপি প্রদ্যুমন একটি কালজয়ী চরিত্র। এসিপি আয়ুষ্মান সেই চরিত্রকে রিপ্লেস করবে সিরিয়ালে। কম বড় কথা নয়। আমার ওপর অনেক দায়িত্ব। এমন একটি আইকনিক শো-এর অংশ হতে পারলে নিজেকে সৌভাগ্যবান বলে মনে হবে আমার।’