আসছে শহীদুল্লাহ সবুজের ‘রঙিলা পুতুল’

গ্রামের গল্প, হাস্যরস আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে টিভি পর্দায় আসছে নতুন ধারাবাহিক নাটক ‘রঙিলা পুতুল’। মানস পালের রচনা ও শামস করিমের পরিচালনায় নির্মিত এই নাটক প্রচারিত হবে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে ২৩ মে থেকে, প্রতি শুক্রবার ও শনিবার রাত ৮টা ২৫ মিনিটে।
ঢাকার পাশের এলাকা পুবাইলে শুটিং হওয়া এ নাটকে উঠে এসেছে গ্রামের জীবনধারা, ভাষা ও আবেগ। হাস্যরসের ছোঁয়ায় নাটকটি দর্শকদের জন্য হতে যাচ্ছে এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা।
নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম, ঝুনা চৌধুরী, শহীদুল্লাহ সবুজ, ফারজানা মিহি, মিম চৌধুরীসহ একঝাঁক জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পী।
নাটকটি নিয়ে শহীদুল্লাহ সবুজ বলেন,“গ্রামীণ গল্পে কাজ করলেই শৈশব-কৈশোরে ফিরে যাই। চরিত্রগুলো খুব পরিচিত। সাতক্ষীরার ভাষায় নাটকটি আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। পুরো টিম যেন একটিই পরিবার। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস।”
এছাড়াও সবুজ অভিনীত কচি খন্দকার এর ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ , আবু হায়াত মাহমুদ এর ‘জেন জি’ সম্প্রচারের অপেক্ষায়।