দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের বিভিন্ন পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ১৬ তম গ্রেডের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ১৬ তম গ্রেডভুক্ত নিরাপত্তা সহকারী (পুরুষ), নিরাপত্তা সহকারী (মহিলা), টেকনিশিয়ান (পুর), টেকনিশিয়ান (মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল), টেকনিশিয়ান (ইউটিলিটি) ও টেকনিশিয়ান (অফসেট প্লেট মেকিং) পদসমূহের লিখিত পরীক্ষায় মোট ৬২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মৌখিক পরীক্ষা আগামী ১৮-২১ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে