জন্মদিনে পাহাড় উপহার!
জন্মদিনের উপহার হিসেবে কতকিছুই না দেওয়া হয়, কিন্তু তাই বলে আস্ত একটা পাহাড়! তাও আবার একটা গোটা দেশকে যদি এই উপহার দেওয়া হয়, তাহলে তো অবাক হওয়ার মতো খবরই বটে। কিন্তু এই ঘটনাই ঘটতে চলেছে উত্তর ইউরোপের দুটি দেশের মধ্যে। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট মেন্টাল ফ্লস ডটকম জানিয়েছে এই খবর।
গেইর হারসন নামের এক নরওয়েজিয়ান এই অদ্ভুত পরিকল্পনার হোতা। সম্প্রতি তিনি ফেসবুকে এক প্রচারণা শুরু করেছেন যাতে তাঁদের সরকার প্রতিবেশী দেশ ফিনল্যান্ডের স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষে এই পাহাড় উপহার দেয়।
দেশ দুটির মধ্যে প্রায় ৭৩৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। হারসনের উদ্দেশ্য সফল হলে নরওয়ে-ফিনল্যান্ডের সীমান্ত ৪৯০ ফিট উত্তরে এবং ৬৫০ ফিট পূর্বে সরে যাবে। এর ফলে হালতি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ফিনল্যান্ডের সীমানার ভেতরে পড়বে। ৪৪৭৯ ফুট এই শৃঙ্গটিই হবে ফিনল্যান্ডের সবচেয়ে উঁচু স্থান।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে হারসন বলেন, ‘বড় ধরনের কোনো পরিবর্তন এতে আসবে না, নরওয়ের আকার মাত্র ০.০১৫ বর্গকিলোমিটার কমবে এই পর্বত হস্তান্তরের মাধ্যমে। নরওয়ের ব্যাপারে ফিনল্যান্ডের নাগরিকরা খুবই উঁচু ধারণা পোষণ করে থাকেন, কাজেই এ রকম একটি উপহার তাঁদের দেওয়াই যায়।’
নরওয়ের ম্যাপিং কর্তৃপক্ষের প্রধান ক্যাথারিন ফ্রস্টাপ কিন্তু এই প্রস্তাব ভালোভাবেই নিয়েছেন। তাঁর ভাষ্যমতে, ‘ফিনল্যান্ড আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী। দুর্ভাগ্যজনকভাবে দেশটিতে কোনো পর্বতশৃঙ্গ নেই, সে ক্ষেত্রে এই ব্যতিক্রমী উপহার দুই দেশের সম্পর্কে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। তবে এর জন্য আগে দুই দেশের সরকারকে একমত হতে হবে।’
এসব জল্পনা-কল্পনা করার জন্য অবশ্য এখনো বেশ কিছুটা সময় হাতে আছে। ফিনল্যান্ডের স্বাধীনতার ১০০তম বর্ষপূর্তি হবে ২০১৭ সালে।