ঈদের সিনেমার নামে বিশ্বরঙের পোশাক
বহির্বিশ্বে এমনটা দেখা যায়, চলচ্চিত্রের বিভিন্ন চরিত্র কিংবা নাম নিয়ে পণ্য তৈরি আর তা বাজারজাত করা। এবার বাংলাদেশেও লেগেছে তার ছোঁয়া। ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত ‘গলুই’ সিনেমা।
সেই সিনেমার নামসহ বিভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত পোশাক এসেছে বাজারে। ‘গলুই’ সিনেমার পোশাক নিয়ে বর্ণিল এক আয়োজন করেছে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ।
সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত বিশ্বরঙের শোরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গলুই সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এস এ হক অলিক, নায়িকা পূজা চেরি, আজিজুল হাকিমসহ সিনেমাটির পুরো টিম। উপস্থিত ছিলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহাও। আরও উপস্থিত ছিলেন চিত্রপরিচালক সোহেল আরমানসহ চলচ্চিত্রাঙ্গনের অনেকে।
বিপ্লব সাহা জানান, বিশ্বরঙের নিজস্ব ডিজাইনে পাওয়া যাচ্ছে ‘গলুই’ সিনেমার লোগো ও নানা দৃশ্যে সজ্জিত পোশাক। ঈদ উপলক্ষে এই পোশাকগুলো এরই মধ্যে সিনেমাপ্রেমী ক্রেতাদের নজর কেড়েছে। এসব পোশাকের মধ্যে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, টি-শার্ট ও পাঞ্জাবি।
প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা একজন চমৎকার মানুষ। সিনেমাপাগল মানুষ। প্রায়ই তিনি সিনেমার নানা বিষয়কে পোশাকের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করেন। এটা আমার খুব ভালো লাগে।’
এই আয়োজন নিয়ে এস এ হক অলিক বলেন, ‘অভিনব এই প্রচারণা এরই মধ্যে দর্শকের প্রশংসা পাচ্ছে। আমি সবাইকে বলব যাঁদের আশপাশে বিশ্বরঙের শোরুম আছে, তারা এই পোশাক পরে হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’
সিনেমার নায়িকা পূজা চেরি বলেন, ‘আমি খুবই এক্সাইটেড এ সিনেমা নিয়ে। মৌলিক গল্পে প্রেম ও গ্রামীণ ঐতিহ্যকে দারুণভাবে তুলে ধরা হয়েছে এ ছবিতে। পাশাপাশি বিশ্বরঙকে ধন্যবাদ জানাই দারুণ এই আইডিয়া নিয়ে আমাদের প্রচারণার সঙ্গী হওয়ার জন্য।’
বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, ‘এমন একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়ে আমরা আনন্দিত। বেশ কিছু ডিজাইনে আমরা গলুইয়ের পোশাক এনেছি। আশা করছি, এসব পোশাক ও সিনেমা দুটোই হিট করবে এবারের ঈদে।’
পোশাকগুলো এই ঈদে পাওয়া যাবে বিশ্বরঙের বিভিন্ন শো রুমে।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমা নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন এস এ হক অলিক। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরি। শাকিব-পূজা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ।