চুলের যত্নে ব্যবহার করুন আমলকির রস
আমলকির রস একটি স্বাস্থ্যকর পানীয়, যা আমাদের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দূর করে। শুধু তা-ই নয়, চুলের যেকোনো সমস্যায় আমলকির রস ভালো কাজ করে। চুলের যত্নে ভিটামিন, মিনারেলস সমৃদ্ধ আমলকির রস আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন।
স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আমলকির রয়েছে নানান গুণ। চুলের যত্নে কীভাবে আমলকির রস ব্যবহার করবেন তা জেনে নিন :
আমলকির রস
রুক্ষ-শুষ্ক চুলের পুষ্টি বা চুলের গ্রোথের জন্য আমলকির রস মাথার ত্বক ও চুলে লাগাতে পারেন। প্রথমে আমলকির রস নিয়ে মাথার ত্বকে ভালোভাবে লাগান। আঙুলের সাহায্যে দশ মিনিট মাথার ত্বকে ম্যাসাজ করুন। এরপর আধঘণ্টা রেখে দিন। তারপর হালকা শ্যাম্পু ব্যবহার করে ভালোভাবে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে দু-তিনবার এটি করতে পারেন।
লেবুর সঙ্গে আমলকির রস
এই প্রতিকারটি আপনার চুলে ভিটামিন সি বৃদ্ধি করতে সাহায্য করবে। লেবুর রসেও প্রচুর ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুল পড়া বন্ধ করতে, মাথার ত্বকে পুষ্টি যোগাতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এক টেবিল চামচ আমলকির রস ও লেবুর রস মিশিয়ে নিন। তারপর তা মাথার ত্বকে ভালোভাবে লাগান এবং আলতো করে প্রায় পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এরপর আরো ১৫ মিনিট তা রেখে দিন। পরে হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন।
নারকেল তেল ও আমলকির রস
আমলকির রস ও নারকেল তেল একসঙ্গে চুলের ফলিকলকে উদ্দীপিত করতে এবং চুলের বৃদ্ধির জন্য মাথার ত্বককে পুষ্ট করতে সহায়তা করে। একটি পাত্রে দুই টেবিল চামচ নারকেল তেল নিয়ে হালকা গরম করে নিন। এরপর পাত্রটি নামিয়ে তাতে এক টেবিল চামচ আমলকির রস মেশান। তারপর তা মাথার ত্বকে লাগিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। আরো এক ঘণ্টা এটি মাথায় রেখে দিন। পরে হালকা শ্যাম্পু ব্যবহার করে মাথা ধুয়ে ফেলুন। স্বাস্থ্যকর চুল পেতে বা চুলের বৃদ্ধিতে এই প্রতিকার সপ্তাহে এক-দুবার করুন।
আমন্ড অয়েল ও আমলকির রস
এটি ড্রাই ও ডিহাইড্রেটেড স্ক্যাল্পের জন্য আদর্শ প্রতিকার। একটি পাত্রে এক টেবিল চামচ আমন্ড অয়েল এবং দুই টেবিল চামচ আমলকির রস মেশান। এটি আপনার মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। পরে হালকা শ্যাম্পু ব্যবহার করে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে এক-দুবার ব্যবহার করুন এ প্রতিকারটি।