বিশ্বরঙের নতুন শো-রুম উদ্বোধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/01/showroom_cover.jpg)
ফ্যাশন হাউস বিশ্বরঙ দীর্ঘ ২৬ বছরের সৃষ্টিশীল ভাবনায় বাংলার ঐতিহ্যকে প্রতিনিয়ত পোশাকে তুলে ধরেছে সুনিপুণ শৈলীতে। এবার রাজধানীর ইস্টার্ন প্লাজার নিচ তলায় প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছে নতুন শো-রুম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন ও ফ্যাশন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
আর কিছুদিন পরেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মোটিফের উৎস হচ্ছে আমাদের চিরচেনা প্রকৃতি। প্রকৃতি বলতে এই পৃথিবী তথা সমগ্র সৃষ্টিকে নির্দেশ করে। প্রকৃতি বলতে জাগতিক বিশ্বের মানবসৃষ্ট নয়, এমন দৃশ্য-অদৃশ্য বিষয় এবং জীবন ও প্রাণকে বোঝায়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/01/showroom_2.jpg)
তাই বিশ্বরঙ বৈশাখ-১৪২৮-এর পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসেবে প্রকৃতির বিভিন্ন উপাদানকে গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়ে উপস্থাপন করেছে কাপড়ের মলিন সারফেসে সৃষ্টির উল্লাসে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/01/showroom_3.jpg)
পোশাকের প্যাটার্নেও এসেছে ভিন্নতা। এবারের উৎসবে বিশ্বরঙ শীর্ষক বিশ্বরঙের পোশাক প্রদর্শনীতে শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতির উপাদান গাছ, লতা-পাতা, ফুল ইত্যাদির গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মগুলোর মোটিফ এবং গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়।
পোশাকে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জল রং ব্যবহার করা হয়েছে, পাশাপাশি কাজের মাধ্যম হিসেবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন ইত্যাদি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/01/showroom_4.jpg)
বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গৌরবময় উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে বিশ্বরঙের উৎসবে বিশ্বরঙ শীর্ষক পোশাক প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্বরঙের সব শো-রুমে এবং অনলাইনে www.bishworang.com ওয়েবসাইটে। যে কেউ ঘরে বসে বিশ্বরঙের পণ্য ০১৮১৯-২৫৭৭৬৮ নম্বরে ফোন করে কেনাকাটা করতে পারবেন।