৫ ধাপে পেতে পারেন সেলিব্রিটিদের মতো সানকিসড গ্লো
আজকাল সোশ্যাল সাইটে সানকিসড সেলফি ট্রেন্ডিং ইস্যু। সেলিব্রিটিরা সানকিসড সেলফি তুলে পোষ্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এই সানকিসড ত্বক পেতে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। কিছু পদক্ষেপ মেনে চললেই পেয়ে যাবেন সানকিসড ত্বক। এটি খুবই সহজ এবং ঝামেলা-মুক্ত প্রক্রিয়া। এর জন্য দরকার উপযুক্ত ত্বকের যত্ন। সাথে হালকা মেকআপ।
সঠিক স্কিন কেয়ার
স্বাস্থ্যকর ত্বক পেতে মেনে চলুন সঠিক স্কিন কেয়ার। এতে আপনি মসৃণ ত্বক পাবেন। ত্বকের যত্ন নেওয়ার জন্য উপযুক্ত রুটিন মেনে চলুন। মুখ পরিষ্কার রাখতে ভাল ক্লিনিজার ব্যবহার করুন।
ত্বককে ময়শ্চারাইজ করুন
ত্বকে ময়শ্চারাইজার লাগান। স্বাস্থ্যকর চেহারার জন্য এটি অত্যাবশ্যক। এতে ত্বক হাইড্রেটেড থাকে। ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বকে প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা বাড়ে।
লাইটওয়েট ফাউন্ডেশন
সামান্য ফাউন্ডেশন দিয়ে আপনার মেকআপ বেস তৈরি করে ফেলুন। চেহারাতে হালকা উজ্জ্বল আভা যোগ করতে পারেন। এ ক্ষেত্রে, ব্রোঞ্জার মুখে লাগাতে পারেন। তবে শুধুমাত্র টি-জোনের জন্য।
পাউডার এড়িয়ে চলুন
গালে পাউডার লাগাতে যাবেন না। এর বদলে ব্রোঞ্জার ব্যবহার করুন। উজ্বল প্রভাব দেওয়ার জন্য হালকা ব্লাশন বেছে নিন।
গ্লসি লুক আনুন
সানকিসড লুক গ্লস ছাড়া সম্পূর্ণ হয় না। এটি মেকআপ হাইলাইট করতে সাহায্য করে। চেহারায় গ্লসি ভাব আনতে উজ্জ্বল বা সোনালি রঙ এড়িয়ে চলুন। ন্যুড শেড বা হালকা গোলাপি রঙ দিয়ে হাইলাইট করুন।
এই ধাপগুলি শেষ করে দাঁড়িয়ে পড়ুন রোদের দিকে মুখ করে। এবার তুলে ফেলুন সানকিসড সেলফি। মনে রাখবেন, শুধু মেকআপ করেই এই লুক আপনি পাবেন না। এর জন্য ত্বকের যত্ন নিতে হবে। তাহলেই আপনি পেয়ে যাবেন তারকাদের মতো সানিকিসড লুক।
সূত্র- এনডিটিভি